প্রকাশ্যে বন্দুকবাজের গুলিতে খুন অখিল ভারত হিন্দু মহাসভার নেতা

লখনও, ১৮ অক্টোবর (হি. স.) : অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে প্রকাশ্যে খুন অখিল ভারত হিন্দু মহাসভার নেতা ।  শুক্রবার লখনউয়ের খুরশিদবাগ এলাকায় নিজের অফিসে হত্যা করা হয়েছে কমলেশ তিওয়ারিকে (৪৫)।তাঁকে কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, গেরুয়া পোশাকে হাতে মিষ্টির বাক্স নিয়ে তিওয়ারির বাড়িতে আসে দুষ্কৃতীরা। ওই বাক্সেই লুকানো ছিল বন্দুক। তিওয়ারি সামনে আসতেই বন্দুক থেকে গুলি চালানো হয়। নেতার পরিচিত কেউই হামলা চালিয়েছে বলে মনে করছে পুলিশ।

২০১৫ সালে হজরত মহম্মদের বিরুদ্ধে তথাকথিত অসম্মানজনক মন্তব্য করে খবরের শিরোনামে আসেন তিওয়ারি। তাঁর মন্তব্যের ফলে দেশজুড়ে মুসলিমদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায়, এবং ব্যাপক প্রতিবাদ আসে একাধিক মহল থেকে। এর ফলে গ্রেফতারও করা হয় তিওয়ারিকে। ২০১৭-তে হিন্দু সমাজ পার্টি প্রতিষ্ঠার আগে হিন্দু মহাসভার সভাপতি ছিলেন কমলেশ তিওয়ারি। প্রসঙ্গত, হিন্দু মহাসভা একটি দক্ষিণপন্থী জাতীয়তাবাদী রাজনৈতিক দল, যা ব্রিটিশ-শাসিত ভারতে হিন্দুদের অধিকার সুরক্ষিত রাখার উদ্দেশ্যে গঠিত হয়।