নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ অক্টোবর ৷৷ ফের রেলের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির৷ ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০ ঘটিকায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র নগর ভৌঁইয়া টিলার বাসিন্দা ভাগ্যরাম রিয়াং (৫৫) অন্যান্যদিনের মত কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে৷

জানা যায়, রাত্রি বেলায় শান্তিরবাজার থেকে আগরতলাগামী রেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে৷ এই দুর্ঘটনায় প্রাণ হারালো ভাগ্যরাম রিয়াং৷ রাত্রি বেলায় মৃতদেহ ময়না তদন্ত করা হয়নি৷ রাতি বেলায় মৃতুদেহ ময়না তদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ আজ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে৷

