নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ দুর্নীতি মামলায় অভিযুক্ত ত্রিপুরার প্রাক্তন পূর্ত মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরীকে গ্রেপ্তারে ব্যর্থতার কারণে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিংকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা প্রশাসন৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন নাকর্োটিকস-র পুলিশ সুপার মানিক দাস৷ শুধু তাই নয়, ডিআইজি দক্ষিণাঞ্চল অরিন্দম নাথকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন এই নির্দেশিকা জারি করেছে৷ সূত্রের খবর, আরো দুয়েক জন শীর্ষ পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে চলেছে ত্রিপুরা সরকার৷

বুধবার রাত ১১টা ৪০ মিনিটে পশ্চিম ত্রিপুরা দায়রা আদালত বাদল চৌধুরীর জামিন খারিজের রায় ঘোষণা দেন৷ এরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে৷ পুলিশ সূত্রে দাবি, সন্ধ্যা পর্যন্ত মেলারমাঠ সিপিএম সদর কার্যালয়েই বাদল চৌধুরীর মোবাইল টাওয়ার লোকেশন দেখাচ্ছিল৷ কিন্তু, রাতে সেখানে তল্লাশি চালিয়ে তাঁকে খোঁজে পাওয়া যায়নি৷ তাৎপর্যের বিষয় হল, বিকেল থেকেই মেলারমাঠে সিপিএম সদর কার্যালয়ে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল৷ পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিপিএম সদর কার্যালয়কে ঘিরে রেখেছিল৷ ফলে, কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে বাদল চৌধুরী সিপিএম পার্টি অফিস থেকে কিভাবে বেরিয়ে গেল, সেই প্রশ্ণ উঠেছে৷
এমটি ক্যাডার অজিত প্রতাপ সিং ২০১২ সালে আইপিএস হন৷ তিনি বর্তমানে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন৷ গতকাল পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ বাহিনী রাতভর বাদল চৌধুরীর খোঁজে তল্লাশি চালিয়েছে৷ কিন্তু, সফলতা হাতে আসেনি৷
বৃহস্পতিবার ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের অবর সচিব অনিমেষ দাস পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিংকে বরখাস্তের নির্দেশিকা জারি করেছেন৷ ওই নির্দেশিকায় নাকর্োটিক্সের পুলিশ সুপার মানিক দাসকে পশ্চিম জেলা পুলিশ সুপারের দায়িত্বে দেওয়া হয়েছে৷
এদিকে, ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসনের আরেকটি নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিংহের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সম্পন্ন হয়নি৷ তাই, তাঁকে বরখাস্ত করা হয়েছে৷ ওই নির্দেশিকায়, তাঁকে পুলিশ সদর কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে এবং এই সময়কালে ত্রিপুরার বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে৷
এদিনই, ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন ডিআইজি দক্ষিণাঞ্চল অরিন্দম নাথকে দায়িত্ব থেকে সরানো হয়েছে এবং পুলিশ সদর কার্যালয়ে তাকে নিযুক্তি দিয়েছে৷ এদিকে, ডিআইজি উত্তরাঞ্চল সৌমিত্র ধরকে বদলি করে দক্ষিণাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডিআইজি আভ্যন্তরীন এল ডারলংকে ডিআইজি উত্তরাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে৷

