রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ সেপ্ঢেম্বর ৷৷ রেল লাইনের উপর মালবাহী ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক যুবক৷ মৃত যুবকের নাম হরিভক্ত জমাতিয়া, পিতা তড়িৎ পদ্ম জমাতিয়া৷ সে বিয়ে করে খামার বাড়িতে সংসার পেতেছিল৷

কিন্তু কোন অজ্ঞাত কারণে কিছুদিন পূর্বে ও সে বিষ পান করে আত্মহত্যা করতে চেয়েছিল৷ শনিবারই জিবি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে বাড়িতে আসে৷ কিন্তু শেষ রক্ষা হয়নি এদিন রাত্রিতেই জিরানিয়া বাজার এলাকা থেকে আমবাসাগামী একটি মালবাহী ট্রেনের নীচে মরণঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে৷ খবর পেয়ে ত্রিশালবাড়িস্থিত রেল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়৷