সম্পত্তি বিক্রি করে চিটফান্ডে প্রতারিতদের আমানত ফেরত দিতে বিধানসভায় সরব বিধায়ক সুদীপ বর্মণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ চিটফান্ড সংস্থা রোজভ্যালীর স্থাবর সম্পত্তি বিক্রি না করে রাজ্য সরকার নিজেদের প্রয়োজনে ব্যবহারের বদলে আমানতকারীদের গচ্ছিত অর্থ ফেরত দেওয়া উচিত বলে মনে করেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷ তাই আজ বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনে জনস্বার্থে এই ইস্যুতে রাজ্য সরকারের বক্তব্য দাবী করেন তিনি৷ জবাবে অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা তাঁর এই ভূমিকার প্রশংসা করে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷


এদিন, সুদীপ রায়ন বর্মন জানান সম্প্রতি আগরতলা শহরে রোজভ্যালীর একটি বহুতল ভবন আদালতের নির্দেশে বাজেয়াপ্ত করেছে রাজ্য সরকারের নগরোন্নয়ন দপ্তর৷ জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি ছিল যে চিটফান্ডের দ্বারা প্রতারিত আমানতকারীদের গচ্ছিত টাকা ফেরত দেওয়ার৷
চিটফান্ড সংস্থাগুলির স্থাবর সম্পত্তি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা প্রতারিত আমানতকারীদের ফেরত দেওয়া উচিত৷ কিন্তু, সম্প্রতি নগরোন্নয়ন দপ্তর একটি বহুতল ভবন ব্যবহারের জন্য উদ্যোগ নিয়েছে৷ তিনি আরও বলেন, এই নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে৷ তাই তিনি বিষয়টি নিয়ে রাজ্য সরকারের মতামত জানতে চান৷


বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্যের প্রেক্ষিতে জবাবে অর্থমন্ত্রী তথা উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ণ তুলেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷ তা প্রশংসার দাবি রাখে৷ অর্থমন্ত্রী বলেন, অত্যন্ত লজ্জাজনক কেলেংকারী করেছে রোজভ্যালী চিটফান্ড সংস্থা৷ রাজ্য সরকার এই অপরাধের সাথে জড়িতদের খঁুজে বের করবে৷ তাছাড়া তিনি বলেন, হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতেই রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ওই বহুতল ব্যবহারের উদ্যোগ নিয়েছে৷ তাছাড়া গোটা বিষয়টির উপর রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে৷ কোন প্রতারণায় কত জন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কত টাকার আমনত লুট করেছে তা দেখা হবে বলে জানান অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *