নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১ আগস্ট৷৷ বিদ্যালয়ের নানা সমস্যাকে ঘিরে বৃহস্পতিবার ফটিকরায়ে কৈলাসহর-কুমারঘাট সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা৷ তাদের অভিযোগ, শিক্ষা দফতর বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তনে গুরুত্ব দিচ্ছে৷ অথচ বিদ্যালয়ের সমস্যা সমাধানে দফতরের কোনও হেলদোল নেই৷ তাই এই অবরোধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, জানান ছাত্রছাত্রীরা৷

বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ফটিকরায়ে ডলুগাঁও দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল সাড়ে নয়টা নাগাদ কৈলাসহর-কুমারঘাট সড়ক অবরোধ করেন৷ এই অবরোধ কর্মসূচির নেতৃত্ব দিয়েছে এবিভিপি৷ ছাত্রছাত্রীদের এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকের ঘাটতি রয়েছে৷ তাছাড়া বিশুদ্ধ পানীয় জলের সমস্যা নিয়েও বিদ্যালয়ের কর্তৃপক্ষের একাধিকবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ তাদের অভিযোগ, তফশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে স্টাইপেন্ড পাচ্ছেন না৷ শুধু তা-ই নয়, বিদ্যালয়ের পরিকাঠামোও বেহাল দশায় পরিণত হয়েছে৷
তাদের অভিযোগ, বিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুমে বিদ্যুৎ সংযোগ নেই৷ ফলে, সেখানে ফ্যান ও বৈদ্যুতিক বাতি চালু করা সম্ভব হচ্ছে না৷ তাছাড়া বৃষ্টির সময় বিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুমে জল পড়ে৷ ফলে, অতি সত্বর ক্লাসরুম মেরামতি না হলে যে কোনও সময় বড় অঘটন ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন৷ পাশাপাশি বিদ্যালয়ে খেলার সরঞ্জাম ও ক্রীড়া শিক্ষক নিয়োগেরও দাবি তুলেছেন তারা৷
এদিন তারা সাড়ে পাঁচ ঘণ্টা কৈলাসহর-কুমারঘাট সড়ক অবরোধ করে রাখেন৷ প্রথমে পুলিশ ওই অবরোধ তুলে নেওয়ার আবেদন জানায়৷ কিন্তু ছাত্রছাত্রীরা তাতে সম্মত হননি৷
পরবর্তীতে ডিসিএম রূপক ভট্টাচার্য ছাত্রছাত্রীদের উত্থাপিত সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন৷ কিন্তু তাতেও ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নিতে রাজি হননি৷ অবশেষে জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাস অবরোধস্থলে গিয়ে ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন৷ এই আশ্বাসের ভিত্তিতে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেন৷ তবে, শীঘ্রই সমস্যার সমাধান না হলে আবারও অবরোধের হুমকি দিয়েছেন তারা৷

