![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/DSC_0276-1024x683.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এমবিবি কলেজের এক ছাত্রের৷ তার নাম নীলোৎপল সিন্হা৷ বাড়ি খোয়াইয়ের দুর্গানগর এলাকায়৷ আগরতলা ভাড়া বাড়ি থেকে সকালে বাইক দিয়ে সে নিজ বাড়ি খোয়াইয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল৷
রাজধানীর বৌদ্ধ মন্দির থেকে সার্কিট হাউসের দিকে যাবার পথে আসাম রাইফেলস ক্যাম্পের সামনে দুর্ঘটনাগ্রস্ত হয় কলেজ পড়ুয়া ওই ছাত্র৷ দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে জানা গেছে, ক্যাবল লাইনের কাজে নিযুক্ত লোকজনরা লাইনে কাজ করছিল৷ হঠাৎ তার নিচে পড়ে যায়৷ ঠিক সেই সময়ে কলেজ পড়ুয়া ছাত্র নীলোৎপল সিন্হা বাইক নিয়ে সেখানে পৌঁছলে তার গলায় ক্যাবল লাইনের তার আটকে যায়৷ তাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে৷
সেখান থেকে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানান৷ ঘটনার খবর পেয়ে খোয়াইয়ের দুর্গানগর থেকে ছুটে আসেন ধৃত কলেজ ছাত্র নীলোৎপল সিন্হার পরিবারের লোকজনরা৷ তারা জানান, আজ বাড়িতে যাবার কথা ছিল৷
বাইক নিয়ে সে বাড়ির উদ্দেশ্যেই রওয়ানা হয়েছিল৷ সে এমবিবি কলেজের ছাত্র বলে জানান তারা৷ কলেজ পড়ুয়া ছাত্র নীলোৎপল সিন্হার মৃত্যুর সংবাদে তার নিজ বাড়ি খোয়াইয়ের দুর্গানগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ খবর ছড়িয়ে পড়তেই এমবিবি কলেজের ছাত্রদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷