নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.) : রাতের শহরে এক মহিলা সাংবাদিককে লক্ষ্য করে গুলি। চাঞ্চল্যকর ঘটনাটি পূর্ব দিল্লির অশোক নগর এলাকায় ঘটেছে। আহত সাংবাদিক মিতালী চান্দোলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তরা অধরা।
শনিবার রাত ১২টা ৩০ মিনিট নাগাদ গাড়ি চালিয়ে যাচ্ছিল পেশায় সাংবাদিক মিতালী চান্দোলা। পূর্ব দিল্লির অশোক নগর এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ পেছন দিক আসা একটি গাড়ি মিতালীর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। ওই গাড়ির মধ্যে থাকা দুই অজ্ঞাত পরিচয় আততায়ী মিতালীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি মিতালীর হাতে গিয়ে লাগে।
এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় আততায়ীরা। পুলিশের উদ্যোগে রক্তাক্ত মিতালীকে স্থানীয় ধর্মাশীলা নারায়ণ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন নয়ডা নিবাসী এই সাংবাদিক। চিকিৎসকেরা জানিয়েছেন বিপদমুক্ত তিনি। এই প্রসঙ্গে পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার যশমিত সিং জানিয়েছেন, হাত গুলি লাগলেও বিপদমুক্ত মিতালী। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে পারিবারিক রেষারেষির থেকেই এই হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০০৮ সালে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় বছর ২৬-এর সাংবাদিক সৌমিয়া বিশ্বনাথনকে গুলি করে খুন করে একদল দুষ্কৃতি।