লখনউ, ৬ মে (হি.স.): উত্তর প্রদেশের লখনউ লোকসভা কেন্দ্র এবার দেশবাসীর বিশেষ নজরে রয়েছে| দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সেখান থেকে লড়ছেন পুননির্বাচিত হওয়ার লক্ষ্যে| লখনউ লোকসভা কেন্দ্রে রাজনাথের বিরুদ্ধে সপা-র টিকিটে মহাজোটের (সপা-বসপা-আরএলডি) প্রার্থী হয়েছেন বিজেপি ত্যাগী শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা| আর তাই লখনউ লোকসভা কেন্দ্র এবার বিশেষ নজরকাড়া| সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোট দিয়েছেন লখনউ সংসদীয় কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজনাথ সিং| লখনউ লোকসভা কেন্দ্রের ৩৩৩ নম্বর ৱুথে স্কলার্স হোম স্কুলে ভোট দিয়েছেন রাজনাথ|এদিন ভোট দেওয়ার পর সাংবাদিকরা ফলাফল সম্পর্কে জিজ্ঞাসা করলে রাজনাথ জানান, ‘লখনউ-তে মহাজোট বিজেপির কাছে কোনও চ্যালেঞ্জই নয়|
আমি তাঁর সম্পর্কে (সপা-বসপা-আরএলডি প্রার্থী পুনম সিনহা) কোনও মন্তব্য করতে চাই না, যতদূর পর্যন্ত আমার বিশ্বাস নির্বাচন কখনই ব্যক্তিকেন্দ্রিক হয় না| নির্বাচন হয় বিভিন্ন ইস্যু নিয়ে| আমি ভবিষ্যদ্বাণী করতে পারব না| বিষয়টি ভোটারদের উপরই ছেড়ে দিলাম|’ ভোটগ্রহণ শুরু হওয়ার প্রথম তিন ঘন্টায়, সকাল দশটা পর্যন্ত উত্তর প্রদেশে ভোটের হার ৯.৮৫ শতাংশ|
লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় উত্তর প্রদেশের ধৌরহরা, সিতাপুর, মোহনলালগঞ্জ, লখনউ, রায়বরেলি, আমেঠি, বান্দা, ফতেহপুর, কৌশাম্বী, বারাবাঙ্কি, ফৈজাবাদ, বাহরাইচ, কৈসরগঞ্জ এবং গোন্ডা সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে| এদিন সকাল সকাল ভোট দিয়েছেন বহুজন সমাজ পার্টি (বসপা)-র সুপ্রিমো মায়াবতীও| মায়াবাতী ভোট দিয়েছেন লখনউয়ের সিটি মন্তেসরি ইন্টার কলেজের বুথে|