জিরানীয়ায় সুকলছাত্রী ধর্ষিতা, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ আবারও এক নাবালিকা ধর্ষিতা হল৷ ঘটনা জিরানীয়া থানার অধীন অফিসটিলা এলাকায় ওই নাবালিককে এলাকারই রানা দাস নামে এক যুবক রাস্তা থেকে তুলে নিয়ে যায় নির্জন স্থানে৷ সেখানে ওই মেয়েটির সাথে কুকর্ম করে রানা৷ ঘটনাটি ঘটেছে গত ২১ এপ্রিল৷ প্রথমে বিষয়টি ওই মেয়ে তার পরিবারের লোকজনকে জানায়নি৷ পরে গোটা ঘটনা তার অভিভাবকদের জানায়৷


অভিভাকরা বিষয়টি জানার পর জিরানীয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ পুলিশ সেই অভিযোগ মূলে একটি মামলা রুজু করে৷ মামলা নথিভুক্ত করার পর পুলিশ অভিযুক্ত রানা দাসকে গ্রেপ্তার করেছে৷ অন্যদিকে, উপজাতি ও মেয়েটিকে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে৷ জানা গিয়েছে ওই মেয়েটি স্থানীয় সুকলের ছাত্রী৷ এলাকার লোকজন অভিযুক্ত রানা দাসের কঠোর শাস্তির দাবী করেছেন৷ প্রসঙ্গত, রাজ্যে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে চলেছে৷ এই ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন তথ্যাভিজ্ঞ মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *