উদয়পুরে গাছ কাটতে গিয়ে মৃত্যু ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ এপ্রিল৷৷ গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে জনৈক ব্যক্তির৷ নিহত ব্যক্তিকে রাধেশ্যাম দাস (৩৫) বলে পরিচয় পাওয়া গেছে৷ ঘটনাটি ঘটেছে উদয়পুর ফুলকুমারী বন্দোয়ারে৷

ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার সকালে রাধেশ্যাম দাস ডাল কাটতে একটি গাছে চড়েছিলেন৷ কিন্তু আচমকা পা ফসকে গাছ থেকে পড়ে যান তিনি৷ তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন৷যথারীতি খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে প্রাথমিক তদন্তের পর রাধেশ্যামের মৃতদেহ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে ময়না তদন্তের জন্য৷ এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *