সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ ত্রিপুরা পশ্চিম আসনে পুনর্ভোটের দাবিতে সুর চড়িয়েছে কংগ্রেস৷ ভোট কারচুপির অভিযোগ কার্যত প্রমাণিত হয়েছে, এই যুক্তিতে পশ্চিম আসনে পুনরায় ভোটগ্রহণ না হলে রাজপথে নামবে বলে হুমকি দিয়েছে প্রদেশ কংগ্রেস৷ শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব৷

শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি পীযূষকান্তি বিশ্বাস বলেন, ১১ এপ্রিল পশ্চিম আসনে অনুষ্ঠিত ভোটের তিক্ত অভিজ্ঞতা থেকে মানুষ এখন ধৈর্য ধরতে পারছেন না৷ সকলেই পুনভর্োটের অপেক্ষায় প্রহর গুণছেন৷ তিনি বলেন, ৮৫০-এর অধিক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে৷ রিটার্নিং অফিসারের রিপোর্টে প্রমাণিত হয়েছে প্রচুর বুথে ভিডিও ফুটেজে গরমিল রয়েছে৷ তাঁর কথায়, ওই রিপোর্টে ৯ ঘণ্টার ভিডিও রেকর্ডিং হয়েছে এমন বুথের হিসাব রয়েছে৷ কিন্তু, প্রকৃত অর্থে কত সময় ধরে ভিডিও রেকর্ডিং হয়েছে তা স্পষ্ট করে বলা হয়নি৷ তাঁর সাফ কথা, রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী ৪৩৩টি বুথে পুনভর্োটের ব্যবস্থা না করার কোনও যুক্তি থাকতে পারে না৷

পীযূষবাবু বলেন, নির্বাচনের কাজে যুক্ত বহু আধিকারিকের বিরুদ্ধে রিটার্নিং অফিসার মামলা করেছেন৷ তাঁর মতে, ভোট প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে তা প্রমাণিত হওয়া সত্বেও পুনভর্োট ঘোষণা না দেওয়ার কারণ বোঝা যাচ্ছে না৷ তবে, এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তাও অস্বাভাবিক বলে মনে হচ্ছে না৷ এদিন তিনি দাবি জানানোর পাশাপাশি সতর্ক করে বলেন, দলশক্তির প্রভাবে পুনভর্োট না হলে প্রদেশ কংগ্রেস আইনের আশ্রয় নেবে৷ প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল৷

এদিকে, ত্রিপুরায় পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন৷ তাঁর কথায়, ভোট হয়েছে ১৫ দিন অতিক্রান্ত৷ অথচ এখনও পুনভর্োট নিয়ে কমিশন কোনও সিদ্ধান্ত নিতে পারছে না৷ তিনি মনে করেন, কংগ্রেসের তরফে ৮৫০টি অভিযোগ জানানো হয়েছে৷ রিটার্নিং অফিসারের রিপোর্টে আরও ৪৩৩টি বুথে গরমিল পাওয়া গিয়েছে৷ ফলে, সহস্রাধিক বুথের ভিডিও ফুটেজ দেখতে সময় লাগতেই পারে৷ কিন্তু, মানুষ এখন ধৈর্য ধরে রাখতে পারছেন না৷

তাঁর বক্তব্য, ভোটে রিগিংয়ের অনেক প্রমাণ পাওয়া গিয়েছে৷ ভোটের ফলাফলে তার ভীষণ প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন৷ তাই, পশ্চিম আসনে পুনভর্োট ঘোষণা না করলে প্রদেশ কংগ্রেস রাজপথে নামবে, হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি৷ তাঁর সাফ কথা, প্রচণ্ড রিগিং হয়েছে পশ্চিম আসনের ভোটে৷ ফলে, নতুনভাবে ভোট হওয়া গণতন্ত্রের জন্য খুবই জরুরি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *