আইপিএফটির ভবিষ্যৎ কি হবে আলোচনায় বসলেন দলীয় নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ লোকসভা নির্বাচন নিয়ে বৈঠকে বসল আইপিএফটি৷ শুক্রবার আগরতলায় দলের নেতৃত্বরা এই বৈঠকে উপস্থিত ছিলেন৷ এই বৈঠক মূলতঃ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুফল ও কুফল পর্যালোচনা করা৷ শাসক জোট শরিক আইপিএফটি পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা আসনে আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ তাতে দলের কতটা লাভ বা ক্ষতি হয়েছে এই বিষয়গুলি আলোচনায় উঠে এসেছে এদিনের বৈঠকে৷


এদিন, দলের সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা, সাধারণ সম্পাদক তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, মঙ্গল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব বৈঠকে উপস্থিত ছিলেন৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী ৪ঠা মে কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে৷ ওই বৈঠকেও এসব বিষয় নিয়ে আলোচনা হবে৷
দলের মধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে পশ্চিম ত্রিপুরা আসনে আইপিএফটির ফলাফল ততটা সন্তোষজনক হবে না৷ যদিও পূর্ব ত্রিপুরা আসনে দলের একাংশের দাবি জয়ী হবে দলীয় প্রার্থী৷ তবে, আরেকটি অংশের দাবি সুবিধাজনক অবস্থা হবে না আইপিএফটির৷ এই পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ কি হবে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সেই বিষয়ে দলের মধ্যে জোর আলোচনা চলছে৷ তাছাড়া, লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলার মধ্যেই দলের মধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে৷ এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে এদিন৷


বিজেপির সাথে সরকারে থাকার পরও আইপিএফটি এবারের লোকসভা নির্বাচনে পৃথক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ তাতে দলের কতটা লাভ হয়েছে বা ক্ষতিই বা কি হয়েছে সেপ্রশ্ণ উঠেছে৷ লোকসভা নির্বাচনের পর দলের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *