দুসৃকতিদের হামলায় গুরুতর জখম এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল ৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার মনুতে মঙ্গলবার রাতে দুষৃকতিদের আক্রমণে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাঁর নাম টমটম ত্রিপুরা৷ দুষৃকতিরা তাকে মারধর অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে জঙ্গলে ফেলে দিয়ে যায়৷ রাতভর অচৈতন্য অবস্থায় জঙ্গলেই পড়ে থাকে ওই যুবক৷ বুধবার সকালে ঘুঙ্গানির শব্দ শুনে পথচারীরা এগিয়ে গিয়ে তাকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আহত ব্যক্তি বিজেপি’র কর্মী বলে দাবি করা হয়েছে৷


এই ঘটনার জন্য বিরোধী দল সিপিএম’র দিকে আঙুল তুলেছে শাসক দল৷ এদিকে ঘটনার খবর পেয়ে বুধবার সকালে বিজেপি’র রাজ্য সম্পাদিকা তথা পশ্চিম ত্রিপুরা আসনের দলীয় প্রার্থী প্রতিমা ভৌমিক গোমতী জেলা হাসপাতালে ছুটে যান৷ হাসপাতালে গিয়ে দুষৃকতি হামলায় আহত দলীয় কর্মী টমটম ত্রিপুরার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন৷ তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *