পূর্ব ত্রিপুরায় ভোট পরল ৮০.৪ শতাংশ, বাড়বে হার, নির্বাচন মোটামুটি সন্তোষজনক : সিইও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ ত্রিপুরার পূর্ব আসনে ৮০.৪ শতাংশ ভোট পড়েছে৷ তবে ভোটের হার আরও বাড়বে৷ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এ-কথা জানান ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি৷ সাথে তিনি যোগ করেন, সার্বিকভাবে ভোট শান্তিপূর্ণ ছিল৷ তবে এখনও সমস্ত বুথের রিপোর্ট এসে পৌঁছায়নি৷ সমস্ত বুথের রিপোর্ট পাওয়ার পরই ভোট প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে৷

সাঙ্গ হল রাজ্যে লোকসভা নির্বাচন৷ তৃতীয় দফায় ত্রিপুরা পূর্ব আসনে ভোট সম্পন্ন হয়েছে৷ ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি জানান, ৮০.৪ শতাংশ ভোট পড়েছে বলে শেষ প্রাপ্ত খবরে জানা গিয়েছে৷ তবে ভোটের হার আরও বাড়বে৷ কারণ, নির্বাচনের সময় উত্তীর্ণ হওয়ার পর প্রায় ২২ হাজার টোকেন বিলি করা হয়েছে৷ তিনি বলেন, এখনও অনেক বুথে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন৷

তাঁর কথায়, ১,৬৪৫টি বুথের মধ্যে ১,৪৭১টি বুথের ভোটের হার জানা সম্ভব হয়েছে৷ বাকি ১৭৪টি বুথের এখনও রিপোর্ট আসেনি৷ সেখানে ভোট পর্ব এখনও সমাপ্ত হয়নি৷

শ্রীরাম তরণিকান্তি জানান, আজ বেশ কিছু বুথে ভোটযন্ত্রে গোলযোগ দেখা দিয়েছিল৷ তাতে ভোট প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়েছে৷ তাঁর কথায়, আজ মকপোলের সময় ২০টি ব্যালট ইউনিট, ২৬টি কন্েন্টাল ইউনিট এবং ৩৬টি ভিভিপ্যাট-এ গোলযোগ দেখা দিয়েছিল৷ তাছাড়া, ভোট শুরু হওয়ার পর ১৩টি ব্যালট ইউনিট, ১৩টি কন্েন্টাল ইউনিট এবং ৩৩টি ভিভিপ্যাট-এ গোলযোগ দেখা দেয়৷ সেগুলির মধ্যে কিছু সারাই করে এবং বাকি ভোটযন্ত্র বদল করে নির্বাচনী প্রক্রিয়া চালু করা হয়েছে৷ তাতে কিছুটা সময় লেগেছে৷ ফলে ওই সমস্ত বুথে ভোট কিছুটা ধীরগতিতে চলেছে৷

এদিন তিনি জানান, ঋষ্যমুখ, জোলাইবাড়ি এবং অমরপুরে ভোটারদের হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে৷ সেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে৷

ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিকের কথায়, আজ সারাদিনে ভোটের ধরণ কমবেশি একইরকম ছিল৷ গতকাল রাতেই বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসি ছয় জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার এবং নির্বাচনের কাজে নিযুক্ত অন্যান্য আধিকারিকদের সাথে বৈঠক করেছিলেন৷ আজও তিনি সার্বিক পরিস্থিতির উপর নজর রেখেছেন৷ তাতে ত্রিপুরা পূর্ব আসনে ভোট প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন সার্বিকভাবে সন্তুষ্ট, দাবি শ্রীরাম তরণিকান্তির৷

এদিকে, ত্রিপুরা পূর্ব আসনেও ভোট প্রক্রিয়া নিয়ে কমিশনে অভিযোগ জমা পড়েছে৷ তবে পরীক্ষা নিরীক্ষার পর ওই সমস্ত অভিযোগ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে, জানান মুখ্য নির্বাচন আধিকারিক৷ তাঁর কথায়, বুধবার আমবাসায় স্ক্রুটিনি হবে৷ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে পূর্ব আসনে রিটার্নিং অফিসার, এআরও,অবজারভারদের নিয়ে স্ক্রুটিনি করা হবে৷ এদিন তিনি আরও জানিয়েছেন, আজ রাতের মধ্যেই ১২টি স্ট্রং রুমে ইভিএমগুলি সুরক্ষিতভাবে রাখা হবে৷

ত্রিপুরা পূর্ব আসনে প্রায় সমস্ত বুথেই ওয়েব কাস্টিং এবং ওয়েব ক্যাম লাগানো হয়েছে বলে দাবি করেন মুখ্য নির্বাচন আধিকারিক৷ তিনি বলেন, ত্রিপুরা পুর্ব সংসদীয় ক্ষেত্রে ১,০১৪টি বুথে ওয়েব কাস্টিং এবং ওয়েব ক্যাম লাগানোর ব্যবস্থা ছিল৷ তার মধ্যে খারাপ নেটওয়ার্কের জন্য মাত্র ৭৫০টি বুথে ওয়েব কাস্টিং সম্ভব হয়েছে৷ বাকি বুথে ওয়েব ক্যাম লাগানো হয়েছিল৷ তাঁর দাবি, পশ্চিম আসনের তুলনায় পূর্ব আসনে ভোটে ওয়েব কাস্টিং এবং ওয়েব ক্যাম বেশি লাগানো হয়েছে৷স্ক্রুটিনি করা হবে৷ এদিন তিনি আরও জানিয়েছেন, আজ রাতের মধ্যেই ১২টি স্ট্রং রুমে ইভিএমগুলি সুরক্ষিতভাবে রাখা হবে৷

ত্রিপুরা পূর্ব আসনে প্রায় সমস্ত বুথেই ওয়েব কাস্টিং এবং ওয়েব ক্যাম লাগানো হয়েছে বলে দাবি করেন মুখ্য নির্বাচন আধিকারিক৷ তিনি বলেন, ত্রিপুরা পুর্ব সংসদীয় ক্ষেত্রে ১,০১৪টি বুথে ওয়েব কাস্টিং এবং ওয়েব ক্যাম লাগানোর ব্যবস্থা ছিল৷ তার মধ্যে খারাপ নেটওয়ার্কের জন্য মাত্র ৭৫০টি বুথে ওয়েব কাস্টিং সম্ভব হয়েছে৷ বাকি বুথে ওয়েব ক্যাম লাগানো হয়েছিল৷ তাঁর দাবি, পশ্চিম আসনের তুলনায় পূর্ব আসনে ভোটে ওয়েব কাস্টিং এবং ওয়েব ক্যাম বেশি লাগানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *