পোস্টারের সাথে মোরগের ছিন্ন মস্তক ঘিরে খোয়াইয়ে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটের আগে অভিনব কায়দায় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খোয়াই জেলার জাম্বুরা গ্রামে৷ সোমবার রাতে সংশ্লিষ্ট এলাকার বেশ কয়েকজন গৃহস্থের বাড়ির দরজা এবং গেটে পোস্টার লাগানো হয়েছে৷ পোস্টারের সঙ্গে লাগানো রয়েছে একটি করে মুরগির কাটা মাথা৷ পোস্টারে লেখা রয়েছে, ১৮ এপ্রিল ভোট দিতে গেলে তোমাদের অবস্থাও এ-রকম হবে – ইতি ডেথ৷

মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে গৃহস্থরা এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন৷ তারা পৃথক পৃথকভাবে পুলিশে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করে পোস্টারগুলি খুলে থানায় নিয়ে গেছে৷ কে বা কারা এ ধরনের পোস্টার লাগিয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷
কাটা মুরগি বাড়ির গেটে ও দরজায় ঝুলিয়ে দিয়ে দুষৃকতীরা কী বোঝাতে চাইছে? ভোট দিলে সত্যিই কি ভোটারদের গলা কাটা হবে? এমন আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে জাম্বুরা গ্রামে৷ স্থানীয়রা এলাকায় পুলিশ টহলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন৷

এদিকে, এই ঘটনায় রাজনৈতিক দলগুলি অভিযোগ, পাল্টা অভিযোগে সোচ্চার হয়েছে৷ বিজেপি, কংগ্রেস, সিপিএম ও আইপিএফটি একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে৷ বিজেপির দাবি, শাসকদলকে কালিমালিপ্ত করার জন্যই বিরোধীরা এই পন্থা অবলম্বন করেছে৷ এদিকে, কংগ্রেস ও সিপিএম একই সুরে বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে৷ তাঁরা আইপিএফটিকেও সন্দেহের উর্দ্ধে রাখছে না৷ কিন্তু, আইপিএফটি এই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে৷ বিরোধীরাই এ ধরনের জঘন্য কাজ করেছে বলে দাবি আইপিএফটির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *