উত্তরাখণ্ডে প্রথম দফার ভোট : সকাল সকাল ভোট দিলেন হরিশ রাওয়াত এবং রমেশ পোখরিয়াল

দেহরাদূন, ১১ এপ্রিল (হি.স.): গোটা দেশের পাশাপাশি উত্তরাখণ্ডেও শুরু হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় উত্তরাখণ্ডের পাঁচটি আসনে ভোটগ্রহণ হচ্ছে| এদিন ভাগ্য নির্ধারণ হবে ৫২ জন প্রার্থীর| প্রধান রাজনৈতিক দলগুলি হল-বিজেপি, কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টি| উত্তরাখণ্ডে মোট পোলিং সেন্টারের সংখ্যা হল-১১২৩৫| এখানে প্রধানত দ্বিমুখী লড়াই হচ্ছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। উত্তরাখণ্ডে প্রথম দফায় দুই হেভিওয়েট প্রার্থী হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নৈনিতালের প্রার্থী হরিশ রাওয়াত এবং বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সংরক্ষিত কেন্দ্র আলমোরার প্রার্থী অজয় তামতা।

এদিন সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করেছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত এবং ওপর প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। হালদওয়ানির দেভালচুরের একটি পোলিং বুথে ভোট দিয়েছেন হরিশ রাওয়াত এবং দেহরাদূনের একটি পোলিং বুথ থেকে ভোট দিয়েছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। নির্বাচন কমিশন সূত্রের খবর, উনিশের লোকসভা নির্বাচনে গোটা দেশে মোট ভোটারের সংখ্যা হল প্রায় ৯০ কোটি| এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা প্রায় দেড় কোটি। ১৭.৪ লক্ষ ভিভিপ্যাট ব্যবহার করা হবে লোকসভা নির্বাচনে| সমস্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এই থাকবে প্রার্থীদের ছবি| যে সাতটি দফায় ভোট হবে তার মধ্যে প্রথম দফার ভোট শুরু হয়েছে ১১ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট ১৮ এপ্রিল, তৃতীয় দফার ভোট ২৩ এপ্রিল, চতুর্থ দফার ভোট ২৯ এপ্রিল, পঞ্চম দফার ভোট ৬ মে, ষষ্ঠ দফার ভোট ১২ মে এবং সপ্তম তথা অন্তিম দফার ভোটগ্রহণ হবে ২৯ মে| ফলাফল ঘোষণা হবে ২৩ মে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *