চাপের রাজনীতিতে এক কদম এগিয়ে দুই আসনে প্রার্থী ঘোষণা আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ চাপের রাজনীতিতে এক কদম এগিয়ে রইল আইপিএফটি৷ জোট শরিক বিজেপির উপর চাপ বাড়িয়ে রাজ্যে দুটি লোকসভা আসনেই প্রার্থী ঘোষণা দিল আইপিএফটি৷ সবচেয়ে তাৎপর্য্যপূর্ণ বিষয় হল, পূর্ব ত্রিপুরা আসনে লড়বেন আইপিএফটি সভাপতি তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য এন সি দেববর্মা৷ পশ্চিম আসনে দাঁড়াবেন যুব আইপিএফটি নেতা শুক্লাচরণ নোয়াতিয়া৷ বিজেপির সাথে আলোচনার পথ খোলা রেখেই প্রার্থী তালিকা আজ ঘোষণা দিয়েছে আইপিএফটি৷ সেক্ষেত্রে শর্ত একটাই৷ পূর্ব ত্রিপুরা আসনটি দিতে হবে এন সি দেববর্মাদের৷ শনিবার দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা এবং সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া৷


লোকসভা নির্বাচনে আসন নিয়ে বিজেপি-আইপিএফটি জোটে অস্থিরতা চলছে বেশ কয়েকদিন ধরে৷ দুই শরিক দলই নিজেদের অবস্থানে অনঢ়৷ ফলে, বিজেপির প্রার্থী ঘোষণার আগেই আইপিএফটি দুই আসনেই প্রার্থী ঘোষণা দিয়ে শরিক দলের উপর চাপ বাড়ানোর চেষ্টা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷
আজ সাংবাদিক সম্মেলনে আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা বলেন, দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত অধিবেশন সমাপ্ত হয়েছে৷ সহযোগীদের নিয়ে আইপিএফটির এই অধিবেশনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে দুই আসনেই প্রার্থী দেওয়া হোক৷ তাঁর কথায়, লোকসভা নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা এবং বিশ্লেষণ হয়েছে৷ সম্প্রতি নির্বাচন নিয়ে আইপিএফটি কোর কমিটি গঠন করেছিল৷ নানাভাবে বিচার বিশ্লেষণের পর ওই কমিটি লোকসভা নির্বাচনে দুই আসনেই প্রার্থী দেওয়ার সুপারিশ করেছে৷ কমিটির সুপারিশের ভিত্তিতে আজ বৈঠকে সর্বসম্মতিক্রমে দুই আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷
তাঁর বক্তব্য, বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে রাজনৈতিক জোট হয়েছে৷ নির্বাচনে জয়ী হওয়ার রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হয়েছে৷ স্বাভাবিকভাবেই জোট শরিক হিসেবেই বিজেপির কাছে লোকসভা নিবাচনে পূর্ব আসনের দাবি জানানো হয়৷ কিন্তু, বিজেপি তাতে রাজী হয়নি৷ তিনি বলেন, এবিষয়ে বহুবার বিজেপির সাথে আলোচনার চেষ্টা হয়েছে৷ কিন্তু কোন সুরাহা হয়নি৷ সর্বশেষ বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাম মাধবের কাছেও শরিক দল হিসেবে পূর্ব আসনের জানানো হয়েছিল৷ কিন্তু, তাঁর কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলেনি৷ সাথে তিনি যোগ করেন, পরবর্তীতে যীষ্ণু দেববর্মার সাথেও বৈঠকে আসন রফা নিয়ে কোন সুরাহা হয়নি৷ তাঁর কথায়, বিজেপি আইপিএফটিকে প্রস্তাব দিয়েছে পূর্ব ত্রিপুরা আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হোক৷ তাই, দুই আসনেই বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে আইপিএফটি, বলেন এন সি দেববর্মা৷
এদিন প্রার্থী তালিকা ঘোষণা দেন আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া৷ তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখে আইপিএফটির হেভিওয়েট দুই নেতাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে৷ তিনি জানান, পূর্ব ত্রিপুরা আসনে এন সি দেববর্মা এবং পশ্চিম আসনে শুক্লাচরণ নোয়াতিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ সাথে তিনি যোগ করেন, বিজেপির সাথে আলোচনার পথ খোলা রেখেই প্রার্থী ঘোষণা করা হচ্ছে৷
তাঁর কথায়, বিজেপি পূর্ব আসনে প্রার্থী না দিলে পশ্চিম আসনে প্রার্থী প্রত্যাহার করে নেবে আইপিএফটি৷ সেক্ষত্রে জোট বেঁধেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে৷ মেবার কুমার জমাতিয়ার বক্তব্য, লোকসভা নির্বাচনে একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপির সাথে জোটে তার কোন প্রভাব পড়বে৷ জোট অটুট রেখেই লোকসভা নির্বাচনে লড়াই হবে৷
তাঁর মতে, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে আইপিএফটির প্রতিদ্বন্দ্বিতা জরুরি হয়ে পড়েছে৷ লোকসভা নির্বাচনে তিপ্রাল্যান্ডের দাবি নিয়েই ময়দানে নামবে আইপিএফটি৷ তাঁর বক্তব্য, জোট সরকার গঠন হওয়ার পর মানুষ ভাবতে শুরু করেছেন তিপ্রাল্যান্ডের দাবি থেকে সরে যাচ্ছে আইপিএফটি৷ কিন্তু, তিপ্রাল্যান্ডের দাবি পূরণের ক্ষেত্রে দিল্লিতে আইপিএফটির প্রতিনিধিত্ব জরুরী হয়ে পড়েছে৷ তাঁর কথায়, সংসদে এই দাবি নিয়ে লড়াই করাই মূল লক্ষ্য৷ তাই, লোকসভা নির্বাচনে দলের অন্যতম হেভিওয়েট নেতা এন সি দেববর্মাকে প্রার্থী করেছে আইপিএফটি৷
চাপের রাজনীতিতে আইপিএফটি এক কদম এগিয়ে গেলেও শেষ পর্য্যন্ত জল কোন দিকে গড়ায় তাই এখন দেখার বিষয়৷ তাছাড়া, লোকসভা নির্বাচনে আইপিএফটির সাথে বিজেপির সমঝোতা না হলে খেলা আরো জমে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *