অসম-সহ উত্তরপূর্বের সাত রাজ্যের ২৪ আসনে তিন দফায় ভোট

গুয়াহাটি, ১০ মার্চ (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য যথাক্রমে অসম, অরুণাচল প্রদশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরায় তিন দফায় ভোট গ্রহণ হবে। সে অনুযায়ী ১১ এপ্রিল ভোট হবে অসমের পাঁচ আসন যথাক্রমে ৯ নম্বর তেজপুর, ১১ নম্বর কলিয়াবর, ১২ নম্বর যোরহাট, ১৩ নম্বর ডিব্রুগড় এবং ১৪ নম্বর লখিমপুরে।সেভাবে এই একই দিন প্রথম দফায় অরুণাচল প্রদেশের দুই আসন অরুণাচল পূর্ব ও অরুণাচল পশ্চিম, নাগাল্যান্ডের একমাত্র আসন, মিজোরামের একমাত্র আসন, মেঘালয়ের দুই আসন শিলং ও তুরা এবং মণিপুরের দুই আসনের মধ্য একটি মণিপুর ইনার এবং ত্রিপুরার দুই আসন ত্রিপুরা পূর্ব ও ত্রিপুরা পশ্চিমের জন্য ভোট গ্রহণ হবে।প্রথম দফার ভোটের জন্য গ্যাজেট নোটিফিকেশন জারি হবে ১৮ মার্চ। মনোনয়ন পেশের শেষ দিন ২৫ মার্চ।

তার পরের দিন ২৬ তারখি মনোনয়ন পরীক্ষা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে ২৮ মার্চ। ভোট হবে ১১ এপ্রিল।দ্বিতীয় দফার ভোট ১৮ এপ্রিল। অসমের পাঁচ আসন যথাক্রমে ১ নম্বর করিমগঞ্জ (তফশিলি জাতি সংরক্ষিত), ২ নম্বর শিলচর, হাফলং ও কারবি আংলংকে নিয়ে ৩ নম্বর স্বশাসিত জেলা (উপজাতি সংরক্ষিত), ৮ নম্বর মঙ্গলদৈ এবং ১০ নম্বর নগাঁও।এভাবে পূর্বোত্তরের মণিপুর রাজ্যের অবশিষ্ট এক আসন মণিপুর আউটারেও এদিন ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোটের জন্য গ্যাজেট নোটিফিকেশনের দিন ধার্য করা হয়েছে ১৯ মার্চ। মনোনয়ন পেশের শেষ দিন ২৬ মার্চ এবং সেগুলো পরীক্ষা করা হবে ২৭ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মার্চের ২৯ তারিখ। ভোট গ্রহণ ১৮ এপ্রিল।তৃতীয় তথা শেষ দফায় ভোট হবে অসমের অবশিষ্ট চার আসন যথাক্রমে ৪ নম্বর ধুবড়ি, ৫ নম্বর কোকরাঝাড়, ৬ নম্বর বরপেটা এবং ৭ নম্বর গুয়াহাটি আসন। অসমে শেষ দফার ভোটের জন্য গ্যাজেট নোটিফিকেশন জারি হবে ২৮ মার্চ। মনোনয়নপত্র পেশের শেষ দিন ৪ এপ্রিল। মনোনয়নপত্র পরীক্ষা হবে ৫ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৮ এপ্রিল। ভোট হবে ২৩ এপ্রিল। ফলাফল ঘোষণা ২৩ মে।