নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): সাত সকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর প্রদেশ| হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লিতেও| তবে, খুব বেশি সময় স্থায়ী হয়নি ভূকম্পন| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০| ভূমিকম্পে উত্সস্থল ছিল উত্তর প্রদেশের বাঘপত জেলা| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছেন, বুধবার সকাল ৭.৫৯ মিনিট নাগাদ ৪.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে উত্তর প্রদেশে| ভূমিকম্পের উত্সস্থল ছিল উত্তর প্রদেশের বাঘপত জেলায়, ২৮.৯ উত্তর অক্ষাংশ এবং ৭৭.৩ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৬ কিলোমিটার গভীরে|
উত্তর প্রদেশের বাঘপত ছাড়াও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে মুজাফফরনগর এবং রাজধানী দিল্লিতেও| তবে, খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি ভূকম্পন| প্রশাসন সূত্রের খবর, ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, সাত সকালে মৃদু ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন উত্তর প্রদেশ ও দিল্লির মানুষজন|