নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যসভায় পেশ হল রাফাল চুক্তি সংক্রান্ত ক্যাগ রিপোর্ট। ইউপিএ আমলের তুলনায় বর্তমান রাফাল চুক্তির ফলে ২.৮৬ শতাংশ সস্তায় যুদ্ধবিমানগুলি পাবে ভারত। রাফাল সংক্রান্ত রিপোর্টে এমনই দাবি করল ক্যাগ।

ক্যাগ রিপোর্টে আরও দাবি করা হয়েছে, আগের চুক্তিতে যে ১২৬টি বিমান কেনার কথা ছিল তার তুলনায় নতুন চুক্তিতে প্রথম পর্যায় যে ১৮টি রাফাল বিমান সরবরাহ করার কথা হয়েছে, গুণগত মানের নিরিখে তা অনেক উন্নত। ডাস্লোট অ্যাভিয়েশন ছাড়া ইউরোপিয়েন অ্যারোনটিক্স ডিফেন্স অ্যাণ্ড স্পেস কোম্পানিও কম দর দিয়েছিল। কিন্তু দরপত্রে বিমান সংক্রান্ত যে চাহিদা ছিল তা পূরণ করতে পারেনি ইউরোপিয়েন অ্যারোনটিক্স ডিফেন্স অ্যাণ্ড স্পেস কোম্পানি। তাই ডাস্লোটকে বরাত দেওয়া হয়। ১২৬টি রাফাল বিমানের তুলনায় যে সম্প্রতি ৩৬টি রাফাল বিমানের চুক্তি করা হয়েছে, তার ফলে ১৭.০৮ শতাংশ টাকা সাশ্রয় করা গিয়েছে।