নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলার শহরতলি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ নাবালিকাকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। এই অপহরণের সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ কাউকে গ্রেফতারও করতে পারেনি। যদিও পুলিশ নাবালিকা উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে।এদিকে পুলিশের ভূমিকা নিয়ে নাবালিকার পরিবারের লোকেরা বেজায় ক্ষুব্ধ। তাদের মতে, পুলিশ শুধু নামেমাত্র তদন্ত করছে। অপরদিকে পুলিশ জানিয়েছে, তাদের অভিযান জারি রয়েছে।

অতিসত্বর তাঁরা নাবালিকাকে খুঁজে বের করবেন। উল্লেখ্য, সরস্বতী পুজোর দিন সূর্যমণিনগর থেকে এক নাবালিকা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ নাবালিকার খোঁজে তার পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালান। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। অবশেষে নিখোঁজ নাবালিকার পরিবারের লোকেরা আমতলি থানায় তাঁদের মেয়ে অপহৃত হয়েছে বলে অভিযোগ দায়ের দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তাকে উদ্ধার তৎপরতা শুরু করে। জানা গেছে, নাবালিকা উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান চলছে।