নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে দেখা করল প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০১৯ প্রাপকেরা। প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখা পেয়ে আপ্লুত খুদেরা। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির সঙ্গে জুড়ে থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী।এদিন পুরস্কার প্রাপকদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই পুরস্কারের মাধ্যমে খুদে প্রতিভারা স্বীকৃতি পাচ্ছে। ফলে সমাজের বাকিরাও এর থেকে অনুপ্রাণিত হচ্ছে। প্রকৃতির সঙ্গে এই প্রতিভারা জুড়ে থাকুক। এদিন পুরস্কার প্রাপকদের আবদার মিটিয়ে সবার সঙ্গে ছবি তোলেন ও অটোগ্রাফ দেন প্রধানমন্ত্রী। খুদের প্রতিভাদের থেকে তাদের সাফল্যের কাহিনীও শোনেন তিনি।

পুরস্কার প্রাপকদের মধ্যে একজন জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখতে পাওয়া এবং তাঁর কথা শোনা খুবই বড় ব্যবহার। আমার পরিবারের কেউ কোনওদিন প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করেননি। তাঁর দূরদর্শিতা এবং আচরণ অনুপ্রাণিত হয়েছে। আন্দামান ও নিকোবর থেকে আসা এক পুরস্কার প্রাপক জানিয়েছেন, প্রধানমন্ত্রী যখন জানতে পারল যে আমি আন্দামান থেকে এসেছি। তখন তিনি খুবই খুশি হয়েছেন।প্রসঙ্গত, বাল শক্তি পুরস্কারের জন্য এবছর গোটা দেশ থেকে ৭৮৩টি আবেদন পড়েছে। তার মধ্যে ২৬ জনকে বেছে নিয়েছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। উদ্ভাবন, ক্রীড়া, শিল্প-সংস্কৃতি,সাহসিকতা, পাণ্ডিত্যপূর্ণ, সমাজসেবা ক্ষেত্রে দেশের সেরা প্রতিভাকে কুর্নিশ জানানো হয় পুরস্কারের মাধ্যমে। অন্যদিকে তিনটি সংস্থা এবং দুইজনকে বাল কল্যাণ পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। শিশুদের সার্বিক উন্নয়নের জন্য যেসব সংস্থা এবং ব্যক্তি কাজ করে তাদেরকে এই সম্মানে ভূষিত করা হয়। ২২ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০১৯ কৃতিদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।