BRAKING NEWS

‘দি অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’: বিজেপি চক্রান্ত করছে, তোপ পি এল পুনিয়ার

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : ‘দি অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে জোর তরজা শুরু হয়েছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। দেশবাসীর মনঃসংযোগ অন্যদিকে ঘোরানোর জন্য এই পন্থা অবলম্বন করেছে বিজেপি। এমনই দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি এল পুনিয়া।
বৃহস্পতিবার সারা দেশে মুক্তি পেয়েছে ‘দি অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’-র ট্রেলর। এরপরই কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়। এই প্রসঙ্গে পি এল পুনিয়া জানিয়েছেন, ‘এটি বিজেপির চক্রান্ত। তাদের পাঁচ বছর প্রায় শেষ হয়ে এসেছে। জনগণকে তাদের আর কিছু দেখানোর নেই। মনঃসংযোগ অন্যদিকে ঘোরানোর জন্য এই পন্থা অবলম্ব করেছে বিজেপি।’ এর পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর বলেন, ‘আমরা কি ছবিটিকে শুভেচ্ছা জানাতেও পারব না। স্বাধীনতা নিয়ে কংগ্রেস এত কথা বলে। সেই স্বাধীনতা নিয়ে কেন এখন প্রশ্ন করছে কংগ্রেস।’
ছবিটির ট্রেলর মুক্তি পাওয়ার পর সেইটি নিজেদের দলীয় ট্যুইটার হেন্ডেল পোস্ট করেন বিজেপি। আর এর থেকে রাজনৈতিক বচসার সূত্রপাত।
এদিন কংগ্রেসের নিন্দায় সরব হন বিজেপি জাতীয় মুখপাত্র রাজীব প্রতাপ রুডি। তিনি বলেন, এই রকম ঘটনা এর আগেও ঘটেছিল। আনন্দী, কিসসা কুর্সি কা উপরও কংগ্রেসের রোষ আছড়ে পড়েছিল। কংগ্রেস এখন অসহিষ্ণ হয়ে পড়েছে।
প্রসঙ্গত, আগামী ১১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *