BRAKING NEWS

প্রয়াত পিএমও-র পিআরও জগদীশ ঠক্কর, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হলেন প্রধানমন্ত্রী দফতর (পিএমও)-এর মুখ্য জনসংযোগ আধিকারিক (পিআরও) জগদীশ ঠক্কর। শারীরিক অসুস্থতাজনিত কারণে চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সয়েন্সেস (এইমস)-এ চিকিৎসাধীন ছিলেন পিআরও তথা প্রবীণ সাংবাদিক জগদীশ ঠক্কর। সোমবার এইমস-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
পিএমও-র মুখ্য জনসংযোগ আধিকারিক (পিআরও) জগদীশ ঠক্কর-এর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘পিএমও-র পিআরও শ্রী জগদীশ ঠক্কর-এর জীবনাবসানে ব্যথিত। জগদীশভাই একজন প্রবীণ সাংবাদিক ছিলেন এবং গুজরাট ও দিল্লিতে তাঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। সরল এবং খুবই ভালো হৃদয়ের মানুষ হিসেবেই তিনি পরিচিত ছিলেন।’ আক্ষেপের শুরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘একজন অসাধারণ ব্যক্তিকে আমরা হারালাম। তাঁর পরিবারের প্রতি সমবেদনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *