জয়পুর, ২৯ নভেম্বর (হি.স.) : রাজস্থানে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। কৃষি ঋণ মকুব, শিক্ষিত বেকারদের জন্য ভাতা, স্বাস্থ্য অধিকার আইন প্রণয়নের মতো প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।
এদিন জয়পুরে দলীয় কার্যালয়ে ইস্তেহার প্রকাশ করেন অশোক গেহলট। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শচীন পাইলট। এদিন শচীন পাইলট বলেন, আমাদের ইস্তেহার স্রেফ একটা নথি নয়। এটি আমাদের অঙ্গীকার। ক্ষমতায় এলে তা বাস্তবায়িত করা হবে। ইস্তেহার পত্রের নাম দেওয়া হয়েছে ‘জন ঘোষণা পত্র’।
নির্বাচনী ইস্তেহারে কংগ্রেসের তরফে কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জিএসটি মুক্ত কৃষি কাজের সঞ্জাম কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। বর্ষীয়ান কৃষকদের ভাতা দেওয়া হবে। গরুদের সংরক্ষণের জন্য ‘গৌচর ভূমি বোর্ড’ গড়া হবে। কৃষকরা যাতে সহজে ঋণ পায় তাও নিশ্চিত করা হবে। কৃষকদের জন্য প্রশিক্ষণ শিবির গড়ে তোলা হবে। কৃষিজাত পণ্যে ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের প্রদান করা হবে। শচীন পাইলট বলেন, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ২৪ ঘন্টা হেল্পলাইন নম্বর চালু করা হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য নতুন শিক্ষানীতি গ্রহণ করা হবে। বিজেপির আমলে ২০,০০০ স্কুল বন্ধ করে দেওয়া হয় বলে ইস্তেহারে দাবি করা হয়েছে। সেই স্কুলগুলি পুনরায় খোলা হবে। প্রতিটি পঞ্চায়েতে মেয়েদের জন্য হোস্টেল গড়া হবে। প্রতিটি পঞ্চায়েতে একটি হাইস্কুল গড়ে তোলা হবে। শিক্ষিত বেকারদের ৩৫০০ টাকা করে আর্থিক ভাতা দেওয়া হবে। প্রতিটি গ্রামে সড়ক যোগাযোগ আরও বেশি উন্নত করা হবে। ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল নিশ্চিত করা হবে।