BRAKING NEWS

সংখ্যালঘুদের মনে মিথ্যা ভয়ের পরিবেশ তৈরি করছে টিআরএস : রাজনাথ সিং

হায়দরাবাদ, ২৯ নভেম্বর (হি.স.) : সংখ্যালঘুদের মনে মিথ্যা ভয়ের পরিবেশ তৈরি করে বিজেপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। বৃহস্পতিবার নির্বাচনী জনসভায় এমনই ভাষায় টিআরএস-এর বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তেলেঙ্গানায়। এদিন ওয়ানাপার্থির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে টিআরএস-কে কটাক্ষ করে রাজনাথ সিং বলেন, বিজেপির নাম করে সংখ্যালঘুদের মনে ছড়াবেন না। বিজেপি কখনও জাতি, ধর্মবর্ণ নিয়ে রাজনীতি করে না। সকলের ক্ষমতায়নের জন্য আমরা বদ্ধপরিকর। উন্নয়ন প্রসঙ্গে টিআরএস-এর নিন্দায় সরব হয়ে রাজনাথ সিং বলেন, রাজ্যের উন্নয়ন করতে চূড়ান্ত ব্যর্থ হয়ছে টিআরএস। তাই সংখ্যালঘু সংরক্ষণের দিকে সবার নজর ঘোরানোর চেষ্টা হয়েছে। চর্তুরদশ অর্থ কমিশনে তেলেঙ্গানার উন্নয়নের জন্য ১১৫০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু টিআরএস সরকার তা খরচ করতে ব্যর্থ হয়। কংগ্রেস আমলে ত্রয়োদশ অর্থ কমিশনে ১৬৫৯৭ কোটি টাকা বরাদ্দ করেছিল।
পাশাপাশি টিডিপি ও কংগ্রেসের মধ্যে যে জোট হয়েছে তা অশুভ আখ্যা দিয়ে রাজনাথ সিং বলেন, কংগ্রেস সঙ্গে টিডিপির অশুভ আঁতাত তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আটকানোর জন্যই এই আঁতাত তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *