BRAKING NEWS

সুরক্ষা ব্যবসায় কর্মসংস্থানের অপরিমেয় সম্ভাবনা, আইআইএসএসএম-এর বার্ষিক সম্মেলনে বার্তা সুরেশ প্রভুর

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): সুরক্ষা সংক্রান্ত ব্যবসা আগামী দিনে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রচুর সুযোগ প্রদান করবে| পাশাপাশি পরিকাঠামোগত নির্মাণ কাজের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনাকে এড়িয়ে লাভজনক করার ক্ষমতা রাখে সুরক্ষা-ব্যবসা| বৃহস্পতিবার দিল্লি ক্যান্টনমেন্টের মানেকশ কেন্দ্রে আয়োজিত ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট (আইআইএসএসএম)-এর ২৮ তম বার্ষিক ব্যবসায়িক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প ও অসামরিক বিমান মন্ত্রী সুরেশ প্রভু| একইসঙ্গে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট (আইআইএসএসএম)-এর ভূয়শী প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু বলেছেন, খুবই ভালো কাজ করে চলেছে আইআইএসএসএম| এখন আমাদের ভাবতে হবে, কিভাবে এর থেকে লাভবান হওয়া যায়|

ব্যবসা, শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নত নিরাপত্তা এবং সুরক্ষা-সহ বিভিন্ন বিষয়কে মাথায় রেখে ২৯ এবং ৩০ নভেম্বর দিল্লি ক্যান্টনমেন্টের মানকেশ কেন্দ্রে আয়োজিত হয়েছে আইআইএসএসএম-এর ২৮ তম বার্ষিক ব্যবসায়িক সম্মেলন| বৃহস্পতিবার সকালে দু’দিনের এই সম্মেলনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু| দু’দিনের এই সম্মেলনে বেসরকারি, সরকারি এবং সামরিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন| এদিন সম্মেলনের উদ্বোধনের পর কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু বলেছেন, ‘সুরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করছে এই সম্মেলন| এছাড়াও বিশেষজ্ঞদের সাহায্যে নতুন নতুন সমাধান খুঁজে বার করছে|’ কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু আরও বলেছেন, ‘গোটা বিশ্বের মধ্যে ভারত অরাজক শক্তির নিশানায় রয়েছে| আমরা বিশ্বের মধ্যে সবচেয়ে জটিল প্রতিবেশীর পাশেই রয়েছি| আর তাই সুরক্ষার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত| দেশের জনসংখ্যা, অঞ্চল এবং পরিস্থিতির নিরিখে সকলকে নিরাপত্তা প্রদান করার সরকারের পক্ষে খুবই কঠিন ব্যাপার| এমতাবস্থায় সুরক্ষা সংক্রান্ত ব্যবসা দেশের স্বার্থেই কাজ করে চলেছে|’
তিনি বলেন যে, আয়-ব্যয়ের সঙ্গে সঞ্চয়ও হিসাব-নিকাশের গুরুত্বপূর্ণ অংশ । বিশ্বব্যাপী সামরিক কর্মকর্তারা অবসরপ্রাপ্ত হওয়ার পরে অনেক উপায়ে পেশাদার ভূমিকা পালন করে থাকেন । সৈন্যবাহিনী থেকে অবসর গ্রহণকারী এই সামরিক কর্মকর্তারা দেশ জন্য একটি সঞ্চয়ের মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *