নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ বেঙ্গালুরুতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাজ্যের এক যুবকের মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার রাজ্যে এসেছে তাঁর মৃতদেহ৷ যুবকের বাড়ি গন্ডাছড়ায়৷ ঘটনার বিবরণে জানা গেছে, বিগত কিছুদিন ধরে গন্ডাছড়ার প্রত্যন্ত জনপদ ঠাকুরছড়া এডিসি ভিলেজের গড়িয়াপাড়ার বাসিন্দা ১৯ বছরের যুবক জংও চাকমা বেঙ্গালুরুতে জ্বরে ভুগছিলেন৷ কিছুতেই তার জ্বর কমছিল না৷ তাকে হাসপাতালে ভরতি করানো হয়৷ কিন্তু, হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়৷ জানা গেছে, জংও চামকা খুবই গরীব ঘরের ছেলে৷ অভাবের সংসার৷ গত প্রায় তিন মাস আগে চাকুরির সন্ধানে ছুটে যায় ব্যাঙ্গালুরুতে৷ সেখানে গিয়ে একটি বেসরকারী কোম্পানিতে কাজ করতে শুরু করে৷ প্রথম প্রথম সে ভালোই বেতন পেত৷ বেতনের টাকা থেকে প্রতি মাসে সামান্য টাকা ঘরেও পাঠাতো৷
হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে৷ জানা গেছে, টাকার অভাবে গত তিনদিন ধরে ছেলেটির মৃতদেহ পড়েছিল বেঙ্গালুরুর সংশ্লিষ্ট বেসরকারী হাসপাতালে৷ জানা গেছে, অবশেষে চাকমা সোসাইটির লোকজন এগিয়ে এসে আর্থিকভাবে দুর্বল পরিবারটির পাশে দাঁড়ান৷ জানা গেছে, সোসাইটির পক্ষ থেকে ৬০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়৷ এই টাকা দিয়েই মঙ্গলবার বিমানে করে বেঙ্গালুরু থেকে আগরতলায় নিয়ে আসা হয় ১৯ বছরের যুবক জংও চাকমার মৃতদেহ৷ জানা গেছে, আগরতলা বিমানবন্দর থেকে তার মৃতদেহ গন্ডাছড়াস্থিত বাসভাবনে নিয়ে যাওয়া হয়৷ তরতাজা জংও চাকমার মৃত্যুতে গোটা গড়িয়াপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে৷