![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/09/Ranjan-Gogoi-300x195.jpg)
প্রধান বিচারপতি আরও বলেছেন, ‘আমাদের সংবিধান প্রান্তিক মানুষের আওয়াজ ও সংখ্যাগরিষ্ঠের বিচক্ষণতার উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে| সংকটের মুহূর্তে সংবিধানের জ্ঞানই আমাদের চলনশক্তি দেয়| সংবিধানের মধ্যে থেকে চলাই আমাদের প্রধান লক্ষ্য| যদি তা না হয়, ভবিষ্যতে আমাদের ঔদ্ধত্য বড় সমস্যার সৃষ্টি করবে|’