সুভা, ১৯ নভেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিজির লাম্বাসা শহর| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭| ভূমিকম্পের
তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| জারি করা হয়নি সুনামি সতর্কতা| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার ৬.৭ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে ফিজি-র উপকূল| ভূকম্পন অনুভূত হয় লাম্বাসা শহরে|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/earth-quake-300x225.jpg)
ভূমিকম্পের উত্সস্থল ছিল রাজধানী সুভা থেকে ২৮৩ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ৫৩৪ কিলোমিটার (৩৩১ মাইল) গভীরে| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও, সেভাবে কেউ ভূকম্পন টের পাননি| তীব্র ভূকম্পন সত্ত্বেও সুনামি সতর্কতা জারি করেনি প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র|