নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ নভেম্বর৷৷ চলন্ত গাড়িতে অগ্ণিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল কাঁকড়াবন কিশোরগঞ্জ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা গেছে শুক্রবার দুপুরে কাঁকড়াবন কিশোরগঞ্জ দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিল টিআর-০৩-এ- ২১৯২ নম্বরের একটি মেজিক গাড়ি৷ আচমকা চলন্ত অবস্থায় গাড়িটির মধ্যে আগুন ধরে যায়৷ গাড়িতে আগুন লাগার সাথে সাথে গাড়িতে বসা যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়৷ চালক ব্রেক কষে গাড়িকে দাঁড় করিয়ে দেন৷ আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার আগেই গাড়ি থেকে সমস্ত যাত্রী নেমে গিয়ে নিরাপদ স্থানে চলে যান৷ অল্পেতে রক্ষা পান যাত্রীরা৷ এদিকে, কি কারণে গাড়িতে আগুন লাগলো তা স্পষ্টভাবে জানা যায়নি৷ যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে এবং অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নেভান৷ জানা গেছে, পরে যাত্রীদেরকে অপর একটি গাড়িতে করে তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হয়৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাঁকড়াবন থানার পুলিশ৷ ঘটনাকে গিরে চাঞ্চল্য গোটা এলাকায়৷
2018-11-03