নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : রাফাল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের আনা অভিযোগগুলি নস্যাৎ করে দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। রাহুল গান্ধীর থেকে এমন ধরণের মন্তব্য অপ্রত্যাশিত। তাঁর কোনও যোগ্যতা এবং দক্ষতা নেই বলে জানিয়েছেন রবিশঙ্কর প্রসাদ।
এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নিন্দায় মুখর হয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, স্বাধীন ভারতের ইতিহাসে কোনও রাজনৈতিক দলের সভাপতি এই ভাবে প্রধানমন্ত্রীর নিন্দায় এমন ভাষা ব্যবহার করেননি। রাহুল গান্ধীর এমন ধরণের মন্তব্য লজ্জাজনক এবং দায়িত্বজ্ঞাণহীনতায় ভরা। রাহুল গান্ধীর থেকে এমন ধরণের মন্তব্য অপ্রত্যাশিত। তাঁর কোনও যোগ্যতা এবং দক্ষতা নেই।
রাষ্ট্রায়ত্ত যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা হ্যালকে চুক্তি থেকে বাদ দিয়ে রিলায়েন্সকে রাফাল চুক্তিকে যোগ করার জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের নিন্দায় মুখর হয়েছিল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এই প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ফরাসি সংস্থা ডাস্লট অ্যাভিয়েশনের সঙ্গে রিলায়েন্সের মৌ সাক্ষরিত হয় ২০১২ সালে। তখন কেন্দ্রে ক্ষমতাসীন ছিল ইউপিএ সরকার। ক্ষেপণাস্ত্র সহ রাফাল যুদ্ধবিমান ইউপিএ-র আমলের তুলনায় ২০শতাংশ সস্তায় কেনা হয়েছে এনডিএ আমলে। অন্যদিকে ক্ষেপণাস্ত্র ছাড়া রাফাল যুদ্ধবিমান ৯শতাংশ সস্তায় কেনা হয়েছে।
রাফাল চুক্তি পূর্ণাঙ্গ প্রকাশ করার জন্য রাহুল গান্ধীর দাবিকে নস্যাৎ করে দিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা জন্য বিমানের পুরো বিবরণ দেওয়া যাবে না। তিনি (রাহুল গান্ধী) এমন ধরণের দাবি কেন করছেন। তিনি পাকিস্তানকে সাহা্য্য করছেন। রাহুল গান্ধীর নিন্দায় মুখর হয়ে আইনমন্ত্রী বলেন, তিনি (রাহুল গান্ধী) এমন পরিবার থেকে উঠে এসেছেন যা দুর্নীতির উৎসস্থল। এমন একজন কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনছেন যার নিজের নামেই চার্জশিট রয়েছে। বফর্স মামলার প্রসঙ্গ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন বফর্স মামলার মূল অভিযুক্ত কুত্রোচ্চিকে ভারত ছেড়ে পালানোর সমস্ত রকমের সাহায্য করেছিল কংগ্রেস। দেশকে বিপদে ফেলার জন্য শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে রাহুল গান্ধী।
উল্লেখনীয় ১৯শের লোকসভা নির্বাচনের আগে রাফাল ইস্যুকে ভর করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে ক্রমাগত তোপ দেগে চলেছে বিজেপি। সম্প্রতি প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলান্দের রাফাল চুক্তি সম্পর্কে জানিয়েছেন যে অনিল আম্বানির কোম্পানির নাম জোর করে চুক্তিকে যুক্ত করেছিল ভারত। আর ফরাসি প্রেসিডেন্টের এই মন্তব্যকে হাতিয়ার করেই প্রধানমন্ত্রী তথা বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। এদিন সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে রাহুল গান্ধী লেখেন, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একশো তিরিশ হাজার কোটি টাকার সার্জিক্যাল স্ট্রাইকের আঘাত হেনেছেন প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) এবং অনিল আম্বানি। আমাদের শহিদ জওয়ানদের আত্মত্যাগকে অসম্মান করেছেন মোদীজি। আপনার লজ্জা হওয়া উচিত। ভারতের আত্মার প্রতি আপনি বিশ্বাসঘাতকতা করেছেন।