BRAKING NEWS

সোমবার কং-বামেদের ডাকা বন্‌ধকে সমর্থন করেও নেই তৃণমূল

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.): পাঁচ বাম দল আগামী সোমবার, সিপিআই, সিপিআই (এমএল)-লিবারেশন ও আরএসপি। ওই একই দিন, সোমবার ভারত বন্‌ধের ডাক দিয়েছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এই বন্‌ধে প্রত্যক্ষ অংশ নিতে আগ্রহী নয়।
বামেদের অভিযোগ, জনগণের উপর অভূতপূর্ব আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। দিনে দিনে যে ভাবে পেট্রোপণ্যের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের উপরে চাপ বাড়ছে। কৃষকেরা ফসলের দাম পাচ্ছেন না। আর্থিক নীতির কারণে চাকরি হারাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ ও নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে না।
প্রতিদিন একটু একটু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এই প্রতিবাদে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে সমাজবাদী পার্টি, ডিএমকে এবং এনসিপি। বিরোধীরা আপাতত কংগ্রেসের নেতৃত্বে ভারত বন্‌ধের ডাকে সহমত হয়েছে। বামপন্থী দলগুলি কংগ্রেসকে সরাসরি সমর্থন না জানালেও একই দিনে একই দাবিতে পৃথক বন্‌ধের ডাক দিয়েছে।
তবে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এই বন্‌ধে প্রত্যক্ষ অংশ নিতে এখনও পর্যন্ত আগ্রহী নয়। বিরোধী দল থাকার সময়ে অনেক বন‌্ধ ডাকলেও মুখ্যমন্ত্রী হওয়ার পরে ধর্মঘট বিরোধী ভাবমূর্তি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের পাশে থাকতে দিল্লি থেকে কংগ্রেস নেতৃত্ব তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন| নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নীতিগতভাবে এই প্রতিবাদকে সমর্থন করলেও প্রত্যক্ষ সমর্থনে আগ্রহী নয়|
অন্যান্য দলের বন‌্ধ ব্যর্থ করতে সরকারি কর্মীদের বেতন কাটার সিদ্ধান্তও নিতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস সরকারকে। পেট্রোল, ডিজেল-সহ জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে বলে আগেই জানিয়েছে। এখন দেখার লোকসভা ভোটের আগে আগে বিরোধীদের এই জোটবদ্ধ আন্দোলনে কী ভূমিকা নেয় রাজ্যের শাসক দল |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *