গুয়াহাটি, ২২ আগস্ট (হি.স.) : বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় দেড় বছরের শিশু-সহ একই পরিবারের তিনজনের মৃত্যুর পাশাপাশি আরও তিনজন সংকটকজনক অবস্থায় গুয়াহাটির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা গুয়াহাটি থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরবর্তী অসমের প্রধান বস্ত্রনগরী শুয়ালকুচির এএম রোডে অবস্থিত অচ্যুত প্লাজা নামের এক ত্রিতল বাড়িতে মঙ্গলবার গভীর রাতে সংঘটিত হয়েছে। আগুনের সূত্রপাত ওই বাড়ির ভূমি তলের এক পাটসুতার দোকান থেকে।
অচ্যুত প্লাজার স্বত্বাধিকারী ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাতে তখন সকলে ঘুমিয়ে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে তাঁরা থাকেন ত্রিতলে। আচমকা আগুন ও কালো ধোঁয়া গোটা বাড়িকে ঘিরে ধরে। ধোঁয়ার গ্যাসে দম বন্ধ হয়ে ছয় ও ১৮ মাসের দুই নাতি ময়ূখ ও সান, স্ত্রী, কন্যা এবং ছেলে-সহ সংজ্ঞা হারিয়ে ফেলেন বহুতল বাড়ির স্বত্বাধিকারী লোহিত কাকতি। ইত্যবসরে তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় গুয়াহাটির এক বেসরকারি হাসপাতাল নেমকেয়ার-এ।
এখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে বাড়ি মালিক লোহিত কাকতি (৭৫), মেয়ে কবিতা মহন্ত (২৮) এবং কবিতার ১৮ মাসের ছেলে ময়ূখ দেবমহন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আহতরা লোহিত কাকতির মেয়ে জুরি কাকতি (২৬), তাঁর পত্নী অনুপমা কাকতি (৫৪) এবং জুরির ছেলে ছয় মাসের সান দাস।ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট না হলেও এই দুর্ঘটনা বৈদ্যুতিক গোলযোগের ফলে সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ।
2018-08-22