নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): পতন হল বর্ণময় উজ্জ্বল রাজনৈতিক জ্যোতিষ্কের| চিরনিদ্রায় শায়িত হলেন লোকসভার
প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়| সোমবার সকালে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয়েছে লোকসভার প্রাক্তন স্পিকার, বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়ের| লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| টুইটবার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর শুনে মর্মাহত| লোকসভার প্রাক্তন স্পিকার এবং বর্ষীয়ান এই সাংসদের জোরালো উপস্থিতি সংসদে সবসময় বোঝা যেত| পশ্চিমবঙ্গ এবং ভারতের কাছে তাঁর প্রয়াণ বড় ক্ষতি| তাঁর পরিবার এবং অসংখ্য শুভাকাঙ্খীদের সমবেদনা জানাই|’
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়| গত জুন মাস থেকেই তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হতে থাকে| গত ২৫ জুন স্ট্রোক নিয়ে ভর্তি হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কেব বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি| কখনও ফুসফুস, কখনও আবার হৃদয়ন্ত্রের সমস্যা দেখা দিয়েছিল| গত বৃহস্পতিবার থেকে তিনি মিন্টো পার্ক লাগোয়া ওই বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিত্সাধীন ছিলেন| রবিবার সকালে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়| এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে| এরপর সোমবার সকাল সওয়া আটটা নাগাদ জীবনাবসান হয় লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর|

