গ্রামেও চলবে সিএনজি চালিত যানবাহন, বিশ্ব জৈব জ্বালানি দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): বিশ্ব জৈব জ্বালানি দিবসে বিশেষ লক্ষ্যমাত্রা সম্পর্কে দেশবাসীকে অবহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুক্রবার বিশ্ব জৈব জ্বালানি দিবসে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, ‘২০২২ সালের মধ্যে পেট্রোলের সঙ্গে ১০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ ইথানল মেশানোর লক্ষ্যমাত্রা নিয়েছি আমরা|’ বিশ্ব জৈব জ্বালানি দিবসে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘কৃষিজাত আবর্জনা থেকে জৈব সিএনজি ও ইথানল তৈরির কাজ চলছে| এর ফলে অপচয় কমানো সম্ভব হবে|’
প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ‘গ্রামেও সিএনজি চালিত যানবাহন চালানো হবে| সিএনজি-র ব্যবহারে গণ পরিবহণে দারুণ পরিবর্তন এসেছে| সিএনজি আমদানি কমানোর চেষ্টা করছি আমরা|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *