
অন্যান্য যাত্রীদের মতোই শনিবার সকালে পুরনো দিল্লি রেল স্টেশনের ওয়েটিং রুমে বসেছিলেন দু’জন সেনা জওয়ান| অভিযোগ, দু’জন সেনা জওয়ানকে আটক করে তাঁদের সর্বস্ব লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা| এই ঘটনার তদন্ত শুরু করেছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার| সাধারণ যাত্রীদের সঙ্গে এই ধরনের ঘটনা বহুবার ঘটেছে, এবার রেল স্টেশনেই সর্বস্ব খোয়ালেন দু’জন সেনা জওয়ান|