নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ পৃথক রাজ্যের দাবি নিয়ে ফের ময়দানে নামতে চলেছে বিজেপি জোট শরিক আই পি এফ টি৷ প্রতি বছরের মতো এবছরও ২৩ আগষ্ট পৃথক রাজ্যের দাবিতে সারা রাজ্যে একযোগে আন্দোলন সংগঠিত করবে উপজাতি ভিত্তিক এই আঞ্চলিক দল৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন দলের সহসভাপতি অনন্ত দেববর্মা৷ সাথে যোগ করেন, নাররিকত্ব সংশোধনী বিল প্রতাহার এবং মর্ডালিটি কমিটি গঠনের দাবিতেও আইপিএফটি আন্দোলনে নামছে৷
এদিন অনন্ত দেববর্মা জানিয়েছেন, বিগত দিনে পৃথক রাজ্যের দাবিতে ২৩ আগষ্ট রাজ্যে মিছিল সংগঠিত করেছে আইপিএফটি৷ এবছরও এর ব্যতিক্রম হবে না৷ ওই দিন পৃথক রাজ্যের দাবিতে সারা রাজ্যে সবকটি মহকুমাতে একযোগে গণধরনা সংগঠিত করা হবে৷ পাশাপাশি আইপিএফটির কর্মী সমর্থকরা এই দাবিতে মিছিলেও হাঁটবেন৷ তিনি আরো জানান, নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারে দাবিতে আন্দোলনমুখী হতে চলেছে আইপিএফটি৷ এই বিল প্রত্যাহৃত না হলে আন্দোলন জারি রাখা হবে৷
এদিন তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতে মর্ডালিটি কমিটি নিয়ে আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন৷ তার কথায়, জনজাতিদের আর্থ সামাজিক, কৃষ্টি সংসৃকতি এবং ভাষার উন্নয়নে মর্ডালিটি কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু এখনও পর্যন্ত এই কমিটি গঠিত হয়নি৷ এ বিষয়ে দুই একদিনের মধ্যে আইপিএপটির শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হবেন৷ বৈঠক থেকেই মর্ডালিটি কমিটি নিয়ে আন্দোলন কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হবে৷