নয়াদিল্লি, ১০ জুন (হি.স.) : আরও কমল পেট্রল-ডিজেলের দাম৷ গ্রাহকদের স্বস্তি দিয়ে ১২ তম দিনেও ফের কমল পেট্রল-ডিজেলের দাম৷ রবিবার পেট্রলের দাম কমেছে লিটার প্রতি ২৪ পয়সা৷ ডিজেলের দাম কমেছে ১৮ পয়সা৷ এদিন সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এনিয়ে দ্বাদশদিনে মেট্রো শহরগুলিতে দেড় টাকারও বেশি দাম কমল তেলের৷ ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, নতুন রেট চার্টে পেট্রলের দাম দিল্লিতে ৭৬.৭৮ পয়সা, মুম্বইতে ৮৪.৬১ পয়সা,কলকাতায় ৭৯.৪৪ পয়সা ও চেন্নাইতে ৭৯.৬৯ পয়সা৷ অপরদিকে ডিজেলের দাম দিল্লিতে কমে হয়েছে ৬৮.১০ পয়সা, মুম্বইতে ৭২.৫১ কলকাতায় ৭০.৬৫ পয়সা ও চেন্নাইতে ৭১.৮৯ পয়সা৷
পরপর ১৬ দিন ধরে বাড়ানো হয়েছিল পেট্রল-ডিজেলের দাম। ২৯ মে’র পর থেকে দাম কমতে শুরু করে। রবিলার নিয়ে টানা ১২ দিন কমল দাম। সব মিলিয়ে দিল্লিতে ১টা ৬৫ পয়সা, কলকাতায় ১টাকা ৬২ পয়সা, মুম্বইতে ১টাকা ২৮ পয়সা ও চেন্নাইতে ১টাকা ৭২ পয়সা করে পেট্রলের দাম কমেছে।
গত ২৯ মে দিল্লিতে পেট্রোলের দাম পৌঁছয় ৭৮.৪৩ টাকায়। এরপর একটু একটু করে কমছিল দাম। প্রথমে ১ পয়সা পরে ৫-৭ পয়সা করে দাম কমানো হয়। দেশের সবথেকে মেট্রো শহরের মধ্যে দিল্লিতেই তেলের দাম সবথেকে কম। রাজ্য সরকারের লোকাল ট্যাক্স ও ভ্যাটের উপর নির্ভর করে বিভিন্ন রাজ্যে দামের পার্থক্য থাকে। পেট্রোলের দাম বেড়েছিল প্রতি লিটারে ৩.৮ টাকা ও ডিজেলের দাম বাড়ে লিটারে ৩.৩৮টাকা।