BRAKING NEWS

কমনওয়েলথ গেমসের বক্সিংয়ে মেরি কম সুযোগ পেলেন, বাদ পড়লেন শিব থাপা

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : কমনওয়েলথ গেমসের বক্সিং দলে প্রত্যাশা মতই মেয়েদের বিভাগে মেরি কম ভারতীয় স্কোয়াডে জায়গা করে নিলেন৷ যদিও নির্বাচন নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অাসন্ন বহুজাতিক প্রতিযোগিতার দল থেকে বাদ দেওয়া হল শিব থাপা, গৌরব বিধুরির মত বিশ্বচ্যাম্পিয়নশপে পদকজয়ী তারকাদের৷

এই প্রথমবার ট্রায়ালের বদলে পয়েন্ট সিস্টেমে কমনওয়েলথ গেমসের দল নির্বাচনের সিদ্ধান্ত নেয় সর্বভারতীয় বক্সিং ফেডারেশন৷ গত বছর অক্টোবরে এই পয়েন্টের প্রবর্তন করা হয়৷ কেবলমাত্র পুরুষদের ৯১ ও ৫২ কেজি বিভাগের জন্য ট্রায়াল আয়োজনের সিদ্ধান্ত নেয় ফেডারেশন৷

তিনবারের এশিয়ান পদকজয়ী তথা ২০১৫ বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পজকজয়ী শিব থাপার পরিবর্তে পুরুষদের ৬০ কেজি বিভাগে সুযোগ পেয়েছেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ও ইন্ডিয়া ওপেনে সোনাজয়ী মণীশ কৌশিক৷ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে কৌশিকের বিরুদ্ধে রিংয়ে নেমেছিলেন শিব৷ দু’বারই হারতে হয়েছে তাঁকে৷ অার ৫৬ কেজি বিভাগে গৌরব বিধুরির জায়গায় কমনওয়েলথে যাচ্ছেন বুলগেরিয়ান মিটে ব্রোঞ্জজয়ী মহম্মদ হুসামুদ্দিন৷ গত বছর অাগস্টে বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ের পর থেকে পিঠের চোটে আর রিংয়ে নিমেননি গৌরব৷ এখন তিনি সম্পূর্ণ চোটমুক্ত হলেও হুসামুদ্দিনকেই এগিয়ে রাখা হয়৷ ৬০ কেজি বিভাগে জায়গা ধরে রেখেছেন সরিতা দেবী৷ নতুন পয়েন্ট ফর্ম্যাট নিয়ে সবার ধারণা স্পষ্ট নয় বলেই দল নির্বাচনে তার প্রভাব পড়েছে বলে মনে করেন ফেডারশন কর্তাদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *