বিজেপি ও আইপিএফটির বিরুদ্ধে বিষোদ্গার সেপ্ঢেম্বরে ময়দানে নামছে গণমুক্তি পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ পাহাড়ে ক্ষয়িষ্ণু শক্তি পুণরুদ্ধার এবং শান্তি সম্প্রীতিকে অক্ষুন রাখার ডাক দিয়ে সেপ্ঢেম্বরের প্রথমে আগরতলায় মহা সমাবেশ করতে চলেছে উপজাতি গণমুক্তি পরিষদ৷ রবিবার মেলামাঠে দশরথ দেব স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালের সংগঠনের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা৷ ১৪ আগষ্ট থেকে এডিসি এলাকায় প্রচারে ঝড় তুলতে মহকুমা, জোন ও লোক্যাল কমিটি স্তরে সভা, সমাবেশ করা হবে৷ গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে সংবাদিক সম্মেলনে সংগঠনের দৃঢ় অবস্থান তোলে ধরে বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ শান্তি করেছেন তিনি৷ জাতি উপজাতির মধ্যে বিভেদের বাতাবরণ তৈরী করতে বিজেপির টাকায় আইপিএফটির এন সি গোষ্ঠী অনৈতিক দাবীতে জাতীয় সড়ক ও রেল অবরোধ করেছে বলে অভিযোগ করেছেন রাধাচরণ দেববর্মা৷ তিনি বলেন, ১১দিন অবরোধ আন্দোলনে টাকা দিয়েছে বিজেপির৷ তাঁর মতে বামফ্রন্ট সরকার কঠোরভাবে দমনের রাস্তায় যা্যয়া থেকে বিরত থেকে শান্তিপূর্ণভাবে পদক্ষেপ নেওয়ায় অশান্তি ঠেকানো গিয়েছে৷
তিনি আরও বলেন, রাজ্যের মানুষ শান্তি সম্প্রীতি ও উন্নয়নের জন্য সাম্প্রদায়িক শক্তিকে কখনো মেনে নেবে না৷ এনসি দেববর্মারা দিল্লীতে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাত ধরে গোয়েন্দা দপ্তরের আধিকারীকনত আর এন কবির সঙ্গে কেন দেখা করেছেন প্রশ্ণ তুলেছেন রাধাচরণ দেববর্মা৷ আইপিএফটির কর্মী সমর্থকদের মিথ্যার উপর ভর করে স্বপ্ণ দেখাচ্ছেন এন সি দেববর্মারা৷ গন্ডাছড়া, মোহনপুর, কাঞ্চনপুরে আইপিএফটির সঙ্গ ত্যাগ করে সমর্থকরা গণমুক্তি পরিষদে যোগাদন করছেন বলেও তিনি জানান৷ পাশাপাশি শনিবার রাতে বিধায়ক কেশব দেববর্মাকে বিশ্রামগঞ্জের অমরেন্দ্রনগরে উশৃঙ্খল আইপিএফটি কর্মীরা বিজেপির আস্কারায় আটক করেছে বলে অভিযোগ করেন রাধাবাবু৷ প্রধানমন্ত্রীর দপ্তরে রাজ্য ভাগের ব্লু প্রিন্ট তৈরী করা হচ্ছে৷ রাজ্যের মধ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা হচ্ছে৷ আরক্ষা প্রশাসনএগার দিনের মথায় ১৪৪ ধারা নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে তিনি অভিযোগ করেছেন৷