পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি এক, গুরুতর আরও একজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ ফের রাজ্যে পৃথক স্থানে যান সন্ত্রাস কেড়ে নিয়েছে এক ব্যাক্তির প্রাণ৷ গুরুতর আহত হয়েছেন একজন৷
জানা গেছে, বৃহস্পতিবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে রক্তাক্ত অবস্থায় যাত্রাপুর রঘুনাথ পাড়ার বাসিন্দা মোহন সিং ত্রিপুরাকে(৫৮) রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ তিনি কৃষি দপ্তরে কর্মরত ছিলেন৷ রাত দশটা নাগাদ স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে প্রথমে যাত্রাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ শুক্রবার সকাল সোয়া আটটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার ঘটনায় সন্দেহজনক বলে দাবি করে তার পরিবারের সদস্যরা৷ কারণ, স্থানীয় জনগণ যখন তাকে উদ্ধার করেছিলেন তখন তার বাইসাইকেলটি রাস্তায় দাড়ানো অবস্থায় ছিল৷ যদি কোন দূর্ঘটনা ঘটে থাকে তাহলে বাইসাইকেলটিও রাস্তায় তার পাশেই দাড়ানো অবস্থায় থাকার কথা নয়৷ পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটি দূর্ঘটনাজনিত বলে একটি মামলা দায়ের করেছে৷ তবে, প্রকৃত রহস্য উন্মোচনে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷
এদিকে, নিয়ন্ত্রণ হারিয়ে সব্জি বোঝাই একটি ট্রাক দূর্ঘটনার কবলে পড়ে৷ তাতে ট্রাক চালক সুজিত জমাতিয়া(২৮) গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, শুক্রবার ভোরে হাওয়াইবাড়ি এলাকায় দূর্ঘটনাটি ঘটেছে৷ ট্রাক চালক সুজিত জমাতিয়া কুমারঘাট থেকে সব্জি বোঝাই করে নিয়ে আসছিলেন৷ এদিন ভোরে হাওয়াইবাড়ি এলাকায় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি গাছে গিয়ে ধাক্কা খায়৷ তাতে তিনি গুরুতর আহত হন৷ খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দূর্ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসকরা তাকে তেলিয়ামুড়া হাসপাতালে স্থানান্তর করেন৷ সেখানেও চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে তিনি জি বি হাসপাতালে ভর্তি আছেন৷