নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ পাশে থাকার আশ্বাসে মন গলেনি চাকুরীচ্যুত শিক্ষকদের৷ তাঁদের ৪ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে চাকুরীচ্যুত শিক্ষকরা হুমকি দিয়েছেন৷
তাঁদের সাফ কথা ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকদের দ্রুত রেগুলার স্কেলে চাকুরীর ব্যবস্থা, কোন ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন যাতে না হতে হয় এবং ভবিষ্যতে কোন দিনও আইনী জটিলতায় পড়তে না হয় তা সুনিশ্চিত করা এবং সার্ভিস কন্টিনিউশন বজায় রাখা, এই চারটি দাবি রাজ্য সরকারকে মানতেই হবে৷ তা নাহলে চাকুরীচ্যুত শিক্ষকরা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন৷
তাঁদের বক্তব্য রাজ্য সরকার কেবল পাশে আছি বললেই চলবে না, সমস্ত দাবি মানতে হবে৷ তাতে প্রশ্ণ উঠেছে, রাজ্য সরকার চাকুরীচ্যুত শিক্ষকদের পুনর্বাসনের লক্ষ্যে যে ১৩ হাজার নতুন পদ সৃষ্টি করেছে, ঐ পদে চাকুরীচ্যুত শিক্ষকরা চাকুরী যোগ দেবেন কি না৷ রাজ্য সরকার ইতিপূর্বে ১৩ হাজার নতুন পদে নিয়োগের ক্ষেত্রে শর্তাবলী প্রকাশ করেছে৷ সে মোতাবেক প্রত্যেকেই নতুন প্রক্রিয়ার অন্তর্গত চাকুরীতে নিয়োগ হবেন৷ ফলে, চাকুরীচ্যুত শিক্ষকদের দাবী অনুযায়ী ঐ ১৩ হাজার পদে তাঁদের নিয়োগের কোন সম্ভাবনা নেই৷ কারণ, রাজ্য এই ১৩ হাজার পদের জন্য নিয়োগ নীতি পৃথকভাবে তৈরি করবে না৷ তাতে, শিক্ষা দপ্তর ছাড়া অন্যান্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে জটিলতা দেখা দেবে৷
ফলে, এখন চাকুরীচ্যুত শিক্ষকদের পূনর্বাসনের প্রশ্ণে রাজ্য সরকার জটিল পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়েছে৷ মঙ্গলবার মাতঙ্গীনি প্রতিলতা হলে ১০৩২৩ চাকুরীচ্যুত শিক্ষকদের এক হলসভা অনুষ্ঠিত হয়েছে৷ তাতে, দাবী-দাওয়া এবং আগামী দিনের কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে৷
পাশাপাশি আরো জানা গেছে, দাবিগুলি নিয়ে চাকুরীচ্যুত শিক্ষকরা দাবী আদায়ে শিক্ষা দপ্তরের অধিকর্তা, মুখ্যসচিব, শিক্ষা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন৷
2017-06-14

