বেকারদের সাথে প্রতারণা করছে কেন্দ্র ঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ জুন৷৷ বেকারদের সাথে প্রতারনা করছে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্য সরকার নয়৷ এই মন্তব্য করেছেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তথা অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ রবিবার সিপিএম বিশালগড় উত্তর, দক্ষিণ ও কড়ইমুড়া অঞ্চল কমিটির কর্মীদের নিয়ে বিশালগড় দক্ষিণ বাজারে এক সভা হয়৷ ঐ সভায় ভানুবাবু উক্ত বলেন, বছরের এক কোটি বেকারদের চাকুরি দেবার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় মনসদে বসে৷ অথচ তিন বছরে দেড়লক্ষ বেকারদের চাকুরি দেওয়া হয়৷ রাজ্য সরকার বিভিন্ন সীমাবদ্ধতা থেকেও প্রতিনিয়িত বেকারদের চাকুরি দিয়ে যাচ্ছে৷ শুধু বেকারদের সাথে নয় কৃষকদের সাথেও প্রতারনা করছে৷ বিজেপি শাসিত রাজ্যে কৃষকদের গুলি করে মারছে৷ প্রধানমন্ত্রী কৃষকদের পাশে থাকার কথা বলছিলেন৷ এই হল বিজেপির আসল চেহারা৷ ভানুবাবু আরো বলেন, বিজেপি বলেছিল ক্ষমতায় এসে কাশ্মীর সমস্যা সমাধান করবে৷ অথচ সমস্যা সমাধান করা তো দূরে কথা বরং পরিস্থিতি আরো জটিল হচ্ছে৷ তাছাড়া তিনি ভাষণে আরো বলেন বিজেপি গরু ধরার নামে রাজ্যের শান্তিময় পরিবেশকে অশান্ত করছে৷ অথচ রাজ্যের সীমানা দিয়ে প্রতিদিন হাজার হাজার ফেন্সি, নোশ জাতীয় সামগ্রী, মশলা প্রভৃতি বাংলাদেশের পাচার হচ্ছে সেগুলি বন্ধ করার কোন পদক্ষেপ নিচ্ছে না৷ দেশের মানুষ কী খাবে, কী পড়বে তার উপরও হস্তক্ষেপ করছে৷ দেশের মানুষ তা মেনে নেবে না৷ তাছাড়া বক্তব্য রাখেন সিপিএম সিপাহীজলা জেলা কমিটির সদস্য পার্থ প্রতীম মজুমদার, যুবনেতা তপন দেবনাথ, নারী নেত্রী রেহানা বেগম৷