নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ আজ সন্ধ্যায় মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবন্ধন সিংলা সৌজন্য সাক্ষাতে মিলিত হন৷ পরে তিনি মুখ্যসচিব সঞ্জীব রঞ্জনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন৷ বৈঠকের শেষে মহাকরণে সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে শ্রী সিংলা জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে মূলতঃ তিনি সৌজন্যে সাক্ষাতে মিলিত হয়েছেন৷ সে সময় ভারত ও বাংলাদেশের দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়৷ মুখ্যসচিবের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, ফেনী ব্রীজ নির্মাণ, আগরতলা-আখাউড়া রেল প্রকল্প, আশুগঞ্জ বন্দর সহ বাংলাদেশের অন্যান্য বন্দরের ব্যবহার নিয়ে আলোচনা হয়৷
2017-06-04

