বাইক দূর্ঘটনায় নিহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ ফের যান দূর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের৷ তার নাম কৃষ্ণ দাস৷ বয়স উনিশ৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে অমরপুরের বাগানটিলা এলাকায়৷ নিহতের বাড়ি অমরপুরের নতুনবাজারের সুকান্ত কলোনীতে৷
জানা গিয়েছে, সোমবার রাতে প্রবল বৃষ্টির সময় রাত নয়টা নাগাদ বাজার থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে বাইকটির ধাক্কা লাগে৷ তাতে সে বাইক থেকে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হন৷ খবর পেয়ে নতুনবাজার থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে অমরপুর হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *