সিমলা, ১০ মে (হি.স.) : ভোটার তালিকায় অমিলের বহু অভিযোগে শেষ পর্যন্ত সিমলা মিউনিসিপ্যাল নির্বাচনের সময় পিছিয়ে দিল নির্বাচন কমিশন | মে মাসের শেষের দিকে এই নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের নয়া নির্দেশ অনুযায়ী নতুন করে তৈরি হওয়া ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ জুন| ফলে ওই সময়ের আগে সিমলা মিউনিসিপ্যাল নির্বাচন হওয়ার সম্ভব নয়|
ভোটের তালিকার অমিল নিয়ে বহু অভিযোগ আসার কারণে এই নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হন নির্বাচন কমিশন| নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানান, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে সিমলা ডেপুটি কমিশনার তথা নির্বাচন নথিভুক্ত দপ্তর ৫ মে ভোটার তালিকা তৈরি করে| যেখানে মোট ভোটার সংখ্যা ৮৮১৬৭ জন| অন্যদিকে, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক যে ভোটার তালিকা তৈরি করেন তাতে ভোটার সংখ্যা ৮৫ হাজার ৫৪৬ জন| অথচ দুটি তালিকা তৈরি করা হয় ২০১৭ সালের ১ জানুয়ারির জনগণনার হিসাব অনুযায়ী| এ বিষয়ে রাজনৈতিক দলগুলি রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান| নতুন ভোটার তালিকা তৈরি হওয়ার পরেই সিমলাতে মিউনিসিপ্যাল নির্বাচন করা হবে|
রাজ্য নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগ খতিয়ে দেখার পরে মঙ্গলবার নির্দেশ দেন ভোটার তালিকা নতুন করে তৈরি করার| যা ২৩ জুন প্রকাশ করা হবে| সেক্ষেত্রে সিমলাতে মিউনিসিপ্যাল নির্বাচন জুলাইয়ের মাঝে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে|
প্রসঙ্গত, সিমলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে ৩ জুন| শেষ মিউনিসিপ্যাল নির্বাচন হয়েছিল ২০১২ সালের ২৭ মে|
2017-05-10
