মাথায় হাত মধ্যবিত্তের, ফের মহার্ঘ পেট্রোল-ডিজেল

petrolনয়াদিল্লি ও কলকাতা, ১৬ জানুয়ারি (হি.স.): মধ্যবিত্তের কপালে পড়ল চিন্তার ভঁাজ| কারণ ফের মহার্ঘ হল পেট্রোল ও ডিজেল| রবিবার মধ্যরাত থেকে লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ৪২ পয়সা| অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ১ টাকা ৩ পয়সা| নতুন দাম কার্যকর হওয়ার ফলে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের নতুন দাম হল ৭৩ টাকা ৬৬ পয়সা এবং প্রতি লিটার ডিজেলের নতুন দাম হল ৬১ টাকা ২৭ পয়সা| আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম পড়ে যাওয়ায় পেট্রোল-ডিজেলের দাম বাড়াতে হচ্ছে বলে জানিয়েছে তেল সংস্থাগুলি|
তেলের দাম বেড়েছিল বছরের শুরুতেই, জানুয়ারি মাস কাটতে না কাটতেই ফের মহার্ঘ হল পেট্রোল-ডিজেল|