গুয়াহাটি, ১১ জানুয়ারি, (হি.স.) : আগামী ২০২২ সালের মধ্যে রাজ্যের প্রত্যেক সুবিধাভোগীরা পেয়ে যাবেন প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনা ঘর। বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) নবকুমার দলে। এ সম্পর্কে তথ্য দিতে গিয়ে মন্ত্রী জানান, প্ৰধানমন্ত্ৰী আবাস প্রকল্প খাতে ইতিমধ্যে রাজ্যে ২,১০০ কোটি টাকা রিলিজ করা হয়েছে। একেকটি ঘর বাবদ ধরা হয়েছে ১.৩০ লক্ষ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষের মধ্যে এক লক্ষ ৬৪ হাজার সুবিধাভোগীদের এই আবাস দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী নবকুমার দলে।